রবিবারের বিজেপির হাওড়ার কর্মসূচি বাতিল হচ্ছে না। এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এই কর্মসূচিতে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ফলে বঙ্গ সফর আপাতত বাতিল অমিত শাহের। ফলে জল্পনা ওঠে বিজেপির একাধিক কর্মসূচি শনি ও রবিবার ছিল, সেগুলির ভবিষ্যত নিয়ে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হাওড়ার সভাটি। সেখানে একাধিক বিরোধী নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। ফলে অমিত শাহ না আসায় বিষয়টি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। এদিন দিলীপ ঘোষ জানালেন, রবিবার হাওড়ার কর্মসূচি থাকছে। শনিবার অর্থাৎ আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করা হচ্ছে। তবে অমিত শাহ আসবেন না। অমিত শাহের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা আসবেন এই কর্মসূচি। তবে ঠিক কোন নেতা আসবেন, সেই বিষয়ে খোলসা করেননি দিলীপ ঘোষ।