'আমি ফ্রি হ্যান্ড কাজ করতে পারছিনা,যদি স্বাধীন ভাবে কাজ করতে পারতাম তাহলে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে শ্রমিক স্বার্থ সম্পর্কিত যাবতীয় সমস্যা মিটিয়ে দিতে পারতাম।' বক্তা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা আই. এন. টি. টি. ইউ.সি র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল। এখানেই থেমে থাকেননি দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল,দলীয় নেতৃত্বের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলে বিশ্বনাথ বাবু বলেন, 'যখনই ভালো কোনো কাজ করতে যাচ্ছি ঠিক তখনই পেছন থেকে টেনে ধরা হচ্ছে , এইভাবে চলতে থাকলে দল সম্পর্কে জনগণের কাছে ভুল বার্তা যাবে, আর দলের নেতৃত্বের একাংশ দুর্গাপুরের সমস্ত কারখানায় শ্রমিক সমস্যাগুলিকে ইচ্ছে করে জিইয়ে রেখে দিচ্ছে,দলে থেকে এই নেতারা দলের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে'। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ, সাথে বেশ ইঙ্গিতপূর্ণও বলেও মনে করছেন রাজনৈতিকমহল।