Advertisement

VIDEO: 'খেলা হবে বুথের ভিতরে', কী বলছেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, দেখুন

TMC MLA ইদ্রিস আলী বললেন বুথের ভিতরে খেলা হবে। তিনি আরও বলেন, খেলা তো অবশ্যই হবে। বুথের ভিতরে খেলা হবে, বুথের বাইরে খেলা হবে। যখন খেলা হবে তখন দেখতে পাবেন। কিন্তু শান্তির খেলা হবে। সবাইকে আমরা বলবো যাও ভালোভাবে ভোট দাও। মিলিটারি দিয়ে আমাদের চমকানো যাবেনা। আমরা ভয় পাবনা। কবে নির্বাচন আর এখন থেকেই রুট মার্চ।

Advertisement