শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিরোধীদের সব অপপ্রচার উড়িয়ে দলবদ্ধ ভাবেই লড়াই হবে। মঙ্গলবার বৈঠকের শেষে এমনটাই দাবি করেছিল তৃণমূল নেতৃত্ব। এই বৈঠকের যিনি হোতা সেই সৌগত রায়, সুর চড়িয়ে দাবি করেছিলেন ২ ঘণ্টার বৈঠকে মান-অভিমানের পালা মিটে গিয়েছে। তৃণমূল শিবির যখন অনেকটাই নিশ্চিন্ত ছিল বরফ গলছে মনে করে তখনি নতুন করে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ বৈঠকের ১৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সৌগত রায়কেই হোয়াটসঅ্যাপ করলেন শুভেন্দু। স্পষ্ট জানিয়ে দিলেন ‘আর একসঙ্গে কাজ করা সম্ভব নয়।’ যা নতুন করে মোড় ঘুরিয়ে দিল রাজ্য রাজনীতির।