ডায়মন্ড হারবারে যাওয়ার পথে গতকাল বড় মাপের হামলার শিকার বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। অভিযোগের তির ছিল তৃণমূল কংগ্রস সমর্থকদের দিকেই। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় বিজেপির তরফে। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে উত্তেজনাও ছড়ায় হাওড়া সহ একাধিক এলাকায়। গতকালের সেই ঘটনার রেশ শুক্রবার সকাল থেকেও অব্যহত। সকালে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিতর্কের সূত্রপাত ঘটান খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি লেখেন, "বদলও হবে বদলাও হবে।" তাঁর এই পোস্টকে ঘিরে যখন বিতর্ক দানা বাঁধছে ঠিক তখনই বঙ্গ বিজেপির আরেক নেতা সায়ন্তন বসু ক্যামেরার সামনে আরও বড় বিতর্কিত মন্তব্য করে বসলেন। সরাসরি 'মারের পাল্টা মার' বলে হুমকি দিলেন বিজেপি নেতা। তিনি বলেন, "একটা মারের বদলা চারটে মার আসতে পারে।"