Advertisement

Mamata Exclusive Interview Video: রাজনীতি থেকে কৃষি আইন, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৩ জানুয়ারিতে 'পরাক্রম দিবস' (Parakram Diwas)পালন করেছে কেন্দ্রীয় সরকার। যার পাল্টা 'দেশনায়ক দিবস' (DeshNayak Diwas)পালিত হয়েছে রাজ্য়ে। এমনকী পরাক্রম দিবস নামকরণ যে তাঁর পছন্দ নয়,তা প্রকাশ্য়ে বলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। 'আজ তক'-কে একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। দিন ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি। এবারের ভোট প্রেস্টিজ ইস্যু তৃমমূলনেত্রীর কাছে। বিধানসভা ভোটে মমতার জয়ের হ্যাটট্রিক হবে কিনা তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলের পুরনো কর্মীরা যখন একের পর এক ছেড়ে চলেছেন তৃণমূলনেত্রীকে তখন একাই কুম্ভ হয়ে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই দেশের একনম্বর মিডিয়া ব্র্যান্ড ইন্ডিয়া টুডে ও আজতকের মুখোমুখি হলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের সামনে দেশের কৃষক আন্দোলন থেকে কৃষি বিল, নেতাজি জয়ন্তী সবকিছু নিয়েই নিজের মতামত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝেই উঠে এলে হিন্দুত্বের প্রশ্ন। যা নিয়ে খোলাখুলি নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement