শুভেন্দু অধিকারী বিদায়ের ৫ বছর পর নন্দীগ্রামে সভা করতে গিয়ে সেখান থেকে ভোটে লড়ার ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। মমতার ২০১১ সালে বিধানসভা নির্বাচনে উত্থানের অনেকটা জুড়ে রয়েছে নন্দীগ্রাম। তাই সেখান থেকেই নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যাবে নাতো? তা নিয়ে এখন জোর আলোচনা রাজ্য রাজনীতিতে। তিনি জিততে পারবেন কিনা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা। নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিয়েছেন, ৫০ হাজার ভোটে হারাবেন প্রাক্তন নেত্রীকে। তবে এসবে থোরাই পরোয়া ৩৪ বছরের বাম শাসনকে অস্তাচলে পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের এক নম্বর মিডিয়া হাউস ইন্ডিয়া টুডে-আজতককে দেওয়া সাক্ষাৎকারে বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, কথা যখন দিয়েছেন তখন নন্দীগ্রাম থেকেই এবারের ভোটে লড়াই করবেন