Advertisement

VIDEO: 'তৃণমূল বিজেপির পায়ের তলায় আত্মসমর্পণ করেছে', মন্তেস্বরে বললেন মীনাক্ষী

'হাতি বেঁধে দিলেও নবান্নে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে পারবে না, টিএমসি বিজেপির পায়ের তলায় আত্মসমর্পন করেছে', মন্তেস্বরে সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে এসে রাজ্য সরকারকে এভাবেই তুলোধোনা করলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গে কোনো সরকার চলছে না এখানে চলছে একটা সার্কাস। সংযুক্ত মোর্চাকে সমর্থন করুন ভরসা রাখুন আমরা বেইমানি করব না।'

Advertisement