Advertisement

'কোন আইনে জবাব চাইছেন?' কেন্দ্রকে পাল্টা কল্যাণের- VIDEO

'রাজ্য সরকার শুধু মাত্র রাজ্যের বিধান সভায় জবাবদিহি নিশ্চিত করতে পারে এছাড়া অন্য কারোর কাছে জবাবদিহি করার আইন অনুযায়ী কোনও অধিকারে পড়ে না', বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'কেউ সংবিধানের উর্ধ্বে নয়। কোনো আইনে একটা আইন দেখিয়ে দিন যে কোন আইনে তারা এই চিঠি পাঠাচ্ছেন। যে কোনও মিটিং মিছিলে তারা আসামিদের নিয়ে ঘুরছে। তাদের কাছে বেআইনি অস্ত্র নিয়ে ঘুরছে।'

Advertisement