Advertisement

VIDEO: রিকশায় চেপে ভোট প্রচারে বরানগরে বিজেপি প্রার্থী পার্নো

বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচার অভিযান শুরু করলেন উত্তর ২৪ পরগণা জেলার বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্র। বুধবার সন্ধ্যায় বরানগর কালিতলা মাঠ থেকে কয়েক শত কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করেন পার্নো। শোভাযাত্রায় বিভিন্ন স্থানে অভিনেত্রীকে ফুল মালা দিয়ে সংবর্ধিত করেন বিজেপি সমর্থকরা। প্রথমে প্রার্থী হেঁটে ওই রালি শুরু করলেও বিশৃঙ্খলার জন্য এবং নিরাপত্তার খাতিরে রিক্সার উপরে দাঁড়িয়ে প্রচার করতে হয় পার্নোকে।

Advertisement