Advertisement

VIDEO: PM Awas Yojana-র বিজ্ঞাপনে অজান্তেই ছবি, কী বলছেন লক্ষ্মী দেবী! শুনুন...

খবর কাগজ, বাংলা দৈনিকে তাঁর ছবি ও নাম ছাপানো হয়েছে। তবে তিনি জানেন না। প্রধানমন্ত্রী আভাস যোজনায় তাঁকে সুবিধা দেওয়া হয়েছে বাড়ি, এমনটাই খবর কাগজে তাঁর ছবি দিয়ে বেড়িয়েছে বিজ্ঞাপনে। তবে তিনি জানেন না। তিনি থাকেন ছোট্ট একটি ভাড়া বাড়িতে। এমন খবরই ধরা দিলো আজতক বাংলার ক্যামেরায়। আজতক বাংলার প্রতিনিধি গিয়ে জানতে পারলেন যে মহিলার ছবি ও নাম দিয়ে ছাপানো হয়েছে, তিনি কোনওদিনও পাননি আভাস যোজনার সুযোগ-সুবিধা। উপরন্ত মাত্র ৫০০ টাকা দিয়ে একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন তিনি। মাঝে মধ্যে ঘুমাতে হয় রাস্তায়।

Advertisement