Advertisement

VIDEO: 'শীতলকুচি করতে যাবেন না,' আউশগ্রামে পুলিশকে হুঁশিয়ারি TMC নেতার

ভোট শুরুতেই তৃণমূল নেতার সঙ্গে বচসা পুলিশের । পূর্ববর্ধমানের আউসগ্রামের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাইস্কুলের বুথের সামনে পুলিশ জমায়েত সরাতে গেলে বাধা দেন আউশগ্রামের ভাল্কি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মিথ্যা। তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশকে হুঁশিয়ারি দেন শীতলকুচি করতে যাবেন না।তিনদিন পর আমাদের সরকার আসবে। এদিন ১৫৩ নম্বর বুথের সামনে জমায়েত ছিল।পুলিশ জমায়েত সরাতে গেলে তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়েন।

Advertisement