Advertisement

Exclusive Video: 'দলকে ভালোবেসে যোগ দিয়েছি', বললেন রাজ

তিনি শুধু চিত্র পরিচালক বা অভিনেতাই নন। রাজ চক্রবর্তী এখানে রাজনীতি জগতের মানুষও। গত মার্চ মাসে তৃণমুল কংগ্রেসে যোগ দিয়েই একুশের নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে দল। প্রার্থী ঘোষণার পরই গত দুই সপ্তাহ ধরে রাত-দিন এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন ব্যারাকপুর এর অলিতে গলিতে। ভোটের কটা দিন তারকা ইমেজ সরিয়ে রেখে আর পাঁচটা সাধারণ মানুষ হতে চাইছেন রাজ।

Advertisement