Advertisement

VIDEO: 'তৃণমূল করোনার আতঙ্ক ছড়িয়েছে যাতে মানুষ ভোট না দেয়', অভিযোগ রুদ্রনীলের

'তৃণমূল করোনার আতঙ্ক তুলেছিল যাতে মানুষ ভোটটা না দেয়'। কিন্তু মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। উন্নয়ন হয়নি ভুল কথা, মুখ্যমন্ত্রীর যখন টালির চালের বাড়ি ছিল মানুষ তখন তাকে সমর্থন করেছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন বছর রাজনীতি করে কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছে, সেটা মানুষ দেখতে পায়। তার ভাইয়ের সম্পত্তি ফুলে-ফেঁপে উঠেছে, সেগুলো মানুষ জানে। পুলিশ যদি বিজেপিকে আটক করে তাহলে ঠিকই করেছে, কারণ বিজেপিকে না ধরলে পুলিশের প্রমোশন হবে না, তাদেরকেও বউ বাচ্চা নিয়ে থাকতে হয়।' সোমবার এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

Advertisement