"মোদীর রিপোর্ট কার্ড কোথায়, হিম্মত থাকলে মোদী ৭ বছরের রিপোর্ট কার্ড দেখান, কোনও সরকারই রিপোর্ট কার্ড প্রকাশ করতে পারেনি"। তৃণমূলের (TMC) রিপোর্ট কার্ড (Report Card) প্রকাশের দিনেই আরামবাগের সভা থেকে কার্যত এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক আরও বলেন, "প্রতিটি বিধানসভা এলাকায় এই কার্ড দেওয়া হবে এবং আমরা কী করেছি তা কার্ডে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত লেখা রয়েছে"। এরপরেই সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, "বিজেপির যাঁরা এসে ভুল বোঝাতে চাইবে তাঁদের কাছে জানতে চাইবেন না মোদীর রিপোর্ট কার্ড কোথায়? মোদীর রিপোর্ট কার্ড চাইবেন না? চাইতে হবে।" একইসঙ্গে ২০২১-এ আবারও তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে বলেও এদিন দাবি করেন অভিষেক।