Advertisement

VIDEO: বর্ধমানে স্মৃতি ইরানি, বিজেপি প্রার্থীর সমর্থনে করলেন রোড শো

বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থীর সমর্থনে শেষ প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, করলেন রোড শো। এটি বর্ধমান শহরের মেহেদিবাগান থেকে স্টেশন থেকে শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়। স্মৃতি ইরানীকে দেখতে রাস্তায় মানুষের যথেষ্টই উৎসাহ উদ্দীপনা দেখা গেল। তিনি বর্ধমানের ঐতিহ্যশালী সর্বমঙ্গলা মন্দিরে প্রার্থীকে নিয়ে পূজা-পাঠও করেন।

Advertisement