Advertisement

VIDEO: 'একটু নার্ভাস তো লাগছেই,' বললেন নায়িকা-প্রার্থী কৌশানী

কৃষ্ণনগরে উত্তরের তৃণমূল প্রার্থী বাড়ি থেকে বেড়িয়ে আনন্দময়ী তলা তে পুজোদিয়ে বুথে বুথে ঘুরবেন। কৌশনী মুখার্জি আজ তার ভাগ্য নির্ধারণ হবে ।কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ।তার বাড়ির সামনে সকাল থেকেই মিডিয়াদের ভিড়।সকালে আনন্দময়ী তলায় পুজোদিয়ে বিভিন্ন বুথে যাবেন ।

Advertisement