নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে আজ হাজির হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা। পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে যেসব বিএসএফর তারা দায়িত্বে রয়েছেন। তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তারা বলছেন ভোট না দিলে জেলাশাসক কে ক্ষমতায় পারবে না। আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানিয়েছি। ভোটার তালিকায় রোহিঙ্গার নাম তোলা হয়েছে এইটা গুরুতর অভিযোগ। কারণ নির্বাচন কমিশন তালিকা তৈরি করে। মানুষ গনতন্ত্রের উপর যে আস্থা প্রকাশ করে তা বিঘ্নিত হচ্ছে।'