Advertisement

VIDEO: বিষ্ণুপুরে শুরু তৃণমূলের ভোট প্রচার, জনসংযোগে জোর বাম-কংগ্রেস জোট প্রার্থীরও

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে বিষ্ণুপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ্কে। আজই প্রথম ভোট প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী। আজ মন্দির নগরী বিষ্ণুপুরের বিখ্যাত ছিন্নমস্তা, ষাঁড়েশ্বর ও মৃন্ময়ী মন্দিরে পুজো দিয়ে বিজেপির অনুকরণে চায়ে চুমুক দিয়ে শুরু করলেন প্রচার। তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ্ বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ সম্পর্কে মন্তব্য করতে না চাইলেও বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থীর কটাক্ষ রাতারাতি একদিনের যোগদান করার পর বিজেপির প্রার্থী হওয়া যায়। এমনই দাবি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী দেবু চ্যাটার্জির।

Advertisement