তাঁকে আক্রমণ করেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর আরও অভিযোগ, তৃণমূলের ভোটারদের বুথে পৌঁছতে দিচ্ছে না গেরুয়া শিবিরের লোকজন। তিনি সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, আরামবাগে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তাঁর দাবি, ২৬৩ ও ২৬৩-এ বুথে তাঁদের কর্মীদের মারধর করা হচ্ছে, সেই খবর পেয়ে তিনি যান। তখন তাঁকে মারধর করা হয়। দলীয় মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়।