কখনও 'গো ব্যাক' স্লোগান, কখনও গাড়িতে হামলা, নির্বাচনী বঙ্গে এসব যেন গা-সওয়া। তবে এবার চোখে পড়ল এক বেনজির দৃশ্য। রামগরে শুভেন্দু অধিকারিকে সভাস্থলে যাওয়া থেকে আটকাল রাজ্য পুলিশ। আজতকের ক্যামেরায় ধরা পড়ল সে ছবি।