বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গেই কলকাতা শহরে হাড়হিম সন্ত্রাস। যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০২ নং ওয়ার্ডে আজ এমন হিংসা। যাদবপুরের বিজেপি প্রার্থী, রিংকু নস্করের বাড়ির আশেপাশের অনেকগুলি বাড়িঘর ভাঙচুর চালাল বেশ কয়েকজন দুষ্কৃতী। এরা তৃণমূল কংগ্রেসে কর্মী সমর্থক বলেই অভিযোগ। বিজেপি কর্মীদের প্রায় ১০ থেকে ১৫টি ঘর ভাঙচুর করা হয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা গতরাতে বিজেপিকে সমর্থন করার জন্য এই ভাঙচুর চালিয়েছে। বাড়ির ভিতরে আসবাব ভাঙচুর করা হয়েছে এবং চাল, ডাল এবং শাকসব্জি ফেলে দেওয়া হয়েছে। এমনকী ফ্রিজটি বাড়ির বিপরীতে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এক বাসিন্দার অভিযোগ, ভাঙচুরের পরে বাড়ি থেকে সোনা, গহনা ও অর্থ লুট করা হয়েছে। এক মহিলার অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলকে সমর্থন দিয়ে আসছিলেন কিন্তু তবুও টিএমসি গুন্ডারা তাদের উপর হামলা চালিয়েছে, কারণ তিনি তাঁর প্রতিবেশী রিঙ্কুর সঙ্গে বিজেপি প্রার্থী ছিলেন বলে তাঁর কথা হয়েছে এবং সুসম্পর্ক রয়েছে।