বাংলার রাজনীতিতে ভাষার অধঃপতন ঘটেছে। রোজ-প্রতিদিন ঘটছে। 'কুকথা'ই যেন নিউ নর্ম্যাল। সিদ্ধার্থশঙ্কর রায় বা জ্যোতি বসুদের আমলে কি এতটা নোংরামি ছিল রাজ্য রাজনীতিতে? কেন এই পরিস্থিতি? সমাজের একদম নীচুস্তরের মানুষের কাছে পৌঁছতে কি এই ভাষাতেই রাজনীতি কাম্য? স্বক্ষেত্রে কৃতী ৫ বঙ্গ সন্তানের সঙ্গে আড্ডা, আলোচনা, তর্কে বিশিষ্ট সাংবাদিক বোরিয়া মজুমদার।