scorecardresearch
 
Advertisement

'কেন বিজেপি-র ইচ্ছেয় চলব? আমরা সংবিধান মেনে চলি,' আক্রমণ মমতার- VIDEO

'কেন বিজেপি-র ইচ্ছেয় চলব? আমরা সংবিধান মেনে চলি,' আক্রমণ মমতার- VIDEO

আয়ুষ্মান ভারত-সহ একাধিক কেন্দ্রের প্রকল্প বাংলায় বাস্তবায়ন করতে দিচ্ছে না রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই এই অভিযোগ করেন। বিজেপি-র নেতারাও একই অভিযোগে সরব। এ হেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে মমতার জবাব, কেন আমরা বিজেপি-র ইচ্ছেয় চলব? একই রকম স্কিম রাজ্যে ইতিমধ্যেই থাকতে, কেন নতুন স্কিম চালু করব? আজ অর্থাত্‍ মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, 'কেন্দ্র এই সব স্কিম চালু করার টাকা কোথা থেকে পাচ্ছে? পুরোটাই রাজ্যের দেওয়া করের টাকা। আমরা আমাদের প্রকল্পে ১০০ শতাংশ নিজেদের ফান্ড থেকে খরচ করি। কিন্তু কেন্দ্রের স্কিমে রাজ্য সরকারকে টাকা খরচ করতে হয়। আমরা সংবিধান মেনে চলি। স্বাস্থসাথীতে আমরা পুরো টাকা দিচ্ছি। আমার কৃষকদের পুরো শস্যবিমা ফ্রি। আগে ৮০ শতাংশ রাজ্যের থেকে নিত, ২০ শতাংশ কেন্দ্র দিত।'

Advertisement