রাজ্য রাজনীতিতে কদর্য ভাষার ব্যবহার বাড়ছে রোজ। প্রতিপক্ষকে আক্রমণে ভাষার অধঃপতন। বাংলার রাজনীতিতে এরকম কুরুচিকর ভাষার ব্যবহার আগে ছিল? কেন এই পরিস্থিতি? অসহিষ্ণুতার চরম নিদর্শন? রাজনৈতিক নেতাদের একে অপরকে আক্রমণের ভাষা ক্রমশ নিম্নগামী কেন? বাংলার বিভিন্ন ক্ষেত্রের ৬ কৃতীর সঙ্গে স্কুলের সিঁড়িতে আড্ডায় সাংবাদিক বোরিয়া মজুমদার।