scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Metro Railway : রবিবার থেকে আরও আগে মেট্রো, বাড়তি ৪ জোড়া ট্রেন

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk one
  • 1/10

Kolkata Metro Railway: কলকাতা মেট্রো (Kolkata Metro Railway)-র যাত্রীদের জন্য ভাল খবর। রবিবার সকালে আরও আগে মেট্রো পরিষেবা মিলবে। ৬ মার্চ থেকে নতুন ব্যবস্থা চালু হচ্ছে।

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk two
  • 2/10

কলকাতা মেট্রো (Kolkata Metro Railway) জানিয়েছে, রবিবার থেকে এবার সকাল ১০টার বদলে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে। এ জন্য রবিবার আরও ৮টি আরও ট্রেন যোগ করা হয়েছে।

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk three
  • 3/10

যাত্রীদের সুবিধার জন্য মেট্রো (Kolkata Metro Railway) রবিবার থেকে ১২০টির পরিবর্তে ১২৮টি ট্রেন (৬৪টি আপ এবং ৬৪টি ডাউন) চালাবে। ৬ মার্চ থেকে তা চালু হবে।

Advertisement
Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk four
  • 4/10

রবিবার ০৮টি অতিরিক্ত ট্রেন চালাতে চলেছে মেট্রো (Kolkata Metro Railway)। এই ১২৮টি ট্রেনের মধ্যে ১২৪টি (৬১টি আপ এবং ৬৩টি ডাউন) কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। এইভাবে মেট্রো কোভিডের আগের সময়ের তুলনায় আরও বেশি ট্রেন রবিবার চালাতে চলেছে। প্রাক-কোভিড সময়ে রবিবারে ১২৪টি মেট্রো পরিষেবা (৬২টি আপ এবং ৬২টি ডাউন) চলত।

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk five
  • 5/10

রবিবার প্রথম পরিষেবা:
সকাল ৯টায় দমদম থেকে দক্ষিণেশ্বর (সকাল ১০টার পরিবর্তে)
সকাল ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ১০টার পরিবর্তে)
সকাল ৯টায় দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ১০টার পরিবর্তে)
সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ১০টার পরিবর্তে)

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk six
  • 6/10

রবিবার শেষ পরিষেবা:
রাত ৯টা ১৮ মিনিট দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
রাত সাড়ে ৯টায় দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)
রাত সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk seven
  • 7/10

কলকাতা মেট্রো জানাচ্ছে, টোকেন এবং স্মার্ট কার্ড- মেট্রোয় ভ্রমণের জন্য দুই-ই ব্যবহার করা যেতে পারে। যাত্রীদের মেট্রো স্টেশন চত্বরে শারীরিক দূরত্ব এবং অন্যান্য সমস্ত কোভিড প্রোটোকল বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।

Advertisement
Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk eight
  • 8/10

এদিকে, কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্য়ানেজার হলেন অরুণ অরোরা। তিনি পূর্ব রেলের জেনারেল পদেও রয়েছেন। তিনি আইআরএসএমই-র ১৯৮৪ সালের ব্য়াচের টপার। তিনি রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। 

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk nine
  • 9/10

মেট্রো যাত্রীরা 'মেট্রো রাইড কলকাতা' মোবাইল অ্যাপের মাধ্যমে এখন তাঁদের স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। ওই অ্যাপ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) তৈরি করেছে। 

Kolkata Metro Railway extends services on Sundays easy online recharge system developed by CRIS abk ten
  • 10/10

সোমবার অনলাইন স্মার্ট কার্ড রিচার্জের চূড়ান্ত ট্রায়াল সফলভাবে করেছেন। মেট্রো যাত্রীরা শনিবার থেকে এই সুবিধাটি পাবেন।

এখন মেট্রোর যাত্রীরা মেট্রো স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে এবং মেট্রো রেলওয়ে, কলকাতা অ্যাপের সাহায্যে তাঁদের স্মার্ট কার্ড রিচার্জ করতে পারতেন।

Advertisement