scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Metro Sealdah Station : আজ থেকে চালু শিয়ালদা মেট্রো, সপ্তাহে সব দিন নয়

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod one
  • 1/12

Kolkata Metro Sealdah Station: নতুন উদ্বোধন করা শিয়ালদা স্টেশন থেকে ইস্ট-ওয়স্ট মেট্রো পরিষেবা বৃহস্পতিবার, ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে। সেই দিন থেকে ইস্ট-ওয়স্ট মেট্রো করিডোরের (গ্রিন লাইন) শিয়ালদহ এবং সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনগুলোর মধ্যে দৈনিক ১০০টি করে ট্রেন চালানো হবে।

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod two
  • 2/12

প্রথম পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৭টায়

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod three
  • 3/12

শেষ পরিষেবা:
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিট
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯টা ৪০ মিনিট

Advertisement
Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod four
  • 4/12

তবে এর মাঝে একটা চিন্তার ব্যাপারও আছে। আর সেটা হল এই অংশে রবিবারে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod five
  • 5/12

সোমবার শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করা হয়। মেট্রোর তরফ থেকে এ কথা জানানো হয়েছে।

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod six
  • 6/12

এর আগে ২৩ জুন শেষ হয়ে যায় কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়ী সময়সীমা। ২৩ মার্চ তার অনুমতি পাওয়া গিয়েছিল।

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod seven
  • 7/12

তবে তারপর ফের সে জন্য আবেদন করে। নিয়ম অনুসারে অনুমতি পাওয়ার ৩ মাসের মধ্যে তা চালু করে দিতে হয়।

Advertisement
Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod eight
  • 8/12

তবে কলকাতা মেট্রো তা করতে পারেনি। তাই নতুন করে আবেদন করতে হয়েছিল। এবার অনুমোদন চলে এসেছিল। 

আরও পড়ুন: 'নিউ ইয়ারে আমি খাইয়ে দেব,' বিহারে বিষ মেশানো খাবার দিয়ে স্ত্রীকে খুন

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod nine
  • 9/12

আরও বেশি করে নন-ফেয়ার রেভিনিউ (NFR) উপার্জনের জন্য় মেট্রো রেলওয়ে ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেড  (DTDC)-এর সঙ্গে চুক্তি করেছে। 

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod ten
  • 10/12

কলকাতা মেট্রো রেলওয়ে শিয়ালদহ মেট্রো স্টেশনের দেড় হাজার বর্গফুট জায়গা ডিটিডিসিকে অফার করেছে। ডিটিডিসি স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের অধিকার পেয়েছে। এবং স্টেশনের নাম যেখানে থাকবে, সেখানে স্টেশনের নামের সঙ্গে তাদের ব্র্যান্ডের নাম, লোগো (আগে বা পরে) যোগ করতে পারে। তারা স্টেশনের সমস্ত প্রবেশ ও প্রস্থান গেটে তাদের ব্র্যান্ডের লোগো, রং এবং নাম রাখতে পারে।

Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod eleven
  • 11/12

ওই সংস্থা ব্র্যান্ডিং/বিজ্ঞাপনের জন্য কলকাতা মেট্রোর এখনকার কাঠামোকে এক রেখে যেখানেই সম্ভব প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, পিলার, প্রবেশ/প্রস্থান গেটএবং প্ল্যাটফর্মের রপ্রাইম/প্রধান স্থানগুলি ব্যবহার করতে পারবে। 

Advertisement
Kolkata Metro Rail Sealdah Station no service on sundays east west corridor got Commissioner of Railway Safety or CRS nod twelve
  • 12/12

এগুলো ছাড়াও DTDC স্টেশনের সবচেয়ে ফ্লোর স্পেসে প্রচারের জন্য তাদের কিয়স্ক বসাতে পারবে। এবং স্টেশনগুলির প্রবেশ/প্রস্থান কাঠামোর পাশাপাশি ভিতরের ব্র্যান্ডিং করার অধিকারও পাবে। এটা কলকাতা মেট্রো রেলওয়ের ১২তম স্টেশন, যেটা কো-ব্র্যান্ড করা হয়েছে। এই ধরনের উদ্যোগ আগামী তিন বছরের জন্য যথেষ্ট রাজস্ব আনা যাবে। যা স্টেশনের নান্দনিকতাকেও উন্নত করবে। এমনই মনে করছে মেট্রো। 

Advertisement