scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Kashmir Tour : ধুত্তোর সোনমার্গ-গুলমার্গ! কাশ্মীর গিয়ে এই জায়গাগুলো মিস করলে সব বৃথা

কাশ্মীর
  • 1/6

কাশ্মীর হল ভূস্বর্গ । সেখানকার অতিথি সেবা, বরফে ঢাকা পাহাড়ের চূড়া, মনোরম উপত্যকা এবং ডাল লেকের শোভা বরাবরই আকর্ষিত করে পর্যটকদের। আর কাশ্মীরের আলোচনা হলে, প্রথমেই মাথায় আসে , শ্রীনগর, গুলমার্গ, পহেলগামের মতো জায়গাগুলির নাম। তবে এছাড়াও কাশ্মীরে আরও বেশকিছু জায়গা রয়েছে যেগুলির বিষয়ে খুবই কম লোক জানেন। 
 

কাশ্মীর
  • 2/6

ইয়ুসমার্গ - শ্রীনগর থেকে এই জায়গার দূরত্ব ৪৫ কিলোমিটার।  জায়গাটি আপেল, পেয়ারা ও পুদিনার বাগান এবং আলপাইনের জঙ্গলের জন্য খুবই জনপ্রিয়। যদি ভারতেই কেউ ইউরোপের বাতাবরণ পেতে চান, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গা।   

কাশ্মীর
  • 3/6

গুরেজ - শ্রীনগর থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত গুরেজ সেখানকার ঝিলের জন্য বিখ্যাত। গুরেজে কিষানগঙ্গা নদী ছাড়াও আরও বেশিকিছু জলধারা দেখা যাবে। এখানকার কাঠের ঘর ও মনোরম পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে দেয়। 

Advertisement
কাশ্মীর
  • 4/6

অরু ভ্যালি - পহেলগাম থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত অরু ভ্যালি একটি ছোট হিল স্টেশন। যদি কেউ ঝরনা, পাহাড় ও মনোরম পরিবেশে দিন কয়েক কাটাতে চান তাহলে তাঁর জন্য এই জায়গাটি একদম আদর্শ। এখানে বেড়াতে গেলে লিডারওয়াট ভ্যালি দেখতে ভুলবেন না। বেতাব এবং বইসারন ভ্যালিও এখান থেকে কাছেই। 

আরও পড়ুনস্নাতক পাশে ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি, বেতন মাসে ১.৭৮ লক্ষ

কাশ্মীর
  • 5/6

তুলাই ভ্যালি - এই জায়গায় না গেলে কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। বলা যেতে পারে এই জায়গাটি কাশ্মীরের একটি লুকনো গুপ্তধন। গুরেজ উপত্যকার সঙ্গে এই জায়গাটি ঘুরে দেখে নেওয়া যেতে পারে। তুলাই উপত্যকায় গেলে, আপনি বার্নাই, চকওয়াল, কাশাপাট এবং জারগাইয়ের মতো বেশকয়েকটি সুন্দর গ্রামও দেখে নিতে পারবেন।
 

কাশ্মীর
  • 6/6

লোলাব ভ্যালি - কাশ্মীরের সবচেয়ে শান্ত জায়গাগুলির একটি হল লোলাব ভ্যালি। আপেলের বাগান, ধানের জমি ও নদী এই জায়গাটিকে খুবই সুন্দর করে তুলেছে। যাঁদের ফটোগ্রাফির নেশা তাঁরা এই জায়গায় অবশ্যই যেতে পারেন।  

Advertisement