scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

SHOCKING! পিয়ের্সিংয়ের সাইড এফেক্ট, মৃত পনেরোর ছাত্রী

ইজাবেলা
  • 1/8

বডি আর্টে ট্যাটু এবং পিয়ের্সিং নিয়ে প্রচুর মাতামাতি হয় বিশ্বজুড়ে। কিন্তু এর ভয়ানক সাইড এফেক্ট নিয়ে কমই আলোচনা করা হয়। সম্প্রতি ব্রাজিলে ভ্রু পিয়ের্সিং করাতে গিয়ে মৃত্যু হল পনেরো বছরের এক ছাত্রীর।

ইজাবেলা
  • 2/8

দ্য সান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইজাবেলা এদুয়ার্দো ডি সুজা নামের ওই ছাত্রী নিজের বাম ভ্রু-তে দুল পরার জন্য ছেদ করিয়েছিলেন। কিন্তু ভয়ানক সংক্রমণের জেরে মৃত্যু মুখে ঢলে পড়েন তিনি।

ইজাবেলা
  • 3/8

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব রাজ্য মিনস গেরেস-এর বাসিন্দা ছিলেন ইজাবেলা। এক বন্ধুর সাহায্য বাড়িতে বসেই তিনি ভ্রুতে পিয়ের্সিং করেন। এর আগে মায়ের কাছেও ভ্রু পিয়েজ্ঞসিং করে দওয়ার আবদার করেছিলেন তিনি। এক কথায় তা নাচক করে দেন তাঁর মা।

Advertisement
ইজাবেলা
  • 4/8

বাড়ির কাউকে না জানিয়ে এক বন্ধুর সাহায্য এই কাজ করেন ইজাবেলা। তিন দিনের মধ্যে তাঁর গোটা মুখ ফুলে ওঠে। ভয়ংকর সংক্রমণ দেখা যায় শরীরে।

ইজাবেলা
  • 5/8

জানা গিয়েছে, পিয়ের্সিংয়ের জন্য বিদেশ থেকে সরঞ্জাম আনিয়েছিলেন ইজাবেলা। সংক্রমণের পর তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়। এক সপ্তাহে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষ হার মানেন তিনি।

ইজাবেলা
  • 6/8

তাঁর কাকীমা জর্সিন ডি সুজা বলেন, 'এই ভয়ানক কাজের জন্য এক সুন্দর ফুটফুটে মেয়েকে হারিয়ে ফেললাম। আমি সকল টিন এজারদের অনুরোধ করছি, তারা যেন অভিভাবকদের কথা শুনে চলে।'

ইজাবেলা
  • 7/8

চিকিৎসকরা জানিয়েছেন, যদি ইজাবেলা বেঁচেও যেতেন, তবুও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতেন তিনি।

Advertisement
ইজাবেলা
  • 8/8

চিকিৎসকরা আরও জানিয়েছেন, এই সব কাজের জন্য বিশএষ লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক রয়েছে। একমাত্র সেখান থেকেই পিয়ের্সিং করানো উচিত।

Advertisement