scorecardresearch
 

Eid Mubarak 2021: ঈদ মোবারক! WhatsApp, Facebook, Instagram-এ সকলকে জানান উইশ বার্তা

দেশের বিভিন্ন রাজ্যে চলছে আংশিক লকডাউন। সেই সঙ্গে করোনার বার বাড়ন্তে ভীত সকলে। তাই এবছরের খুশী ঈদও (Eid 2021) কিছুটা বিষাদময়। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। ভার্চুয়াল মাধ্যমেই সকলকে জানান ঈদ মোবারক (Eid Mubarak)।

Advertisement
ভার্চুয়াল মাধ্যমে সকলকে জানান ঈদ মোবারক (ছবি: গেটি) ভার্চুয়াল মাধ্যমে সকলকে জানান ঈদ মোবারক (ছবি: গেটি)
হাইলাইটস
  • একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ-উল-ফিতর।
  • ঈদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন।
  • একে অপরকে 'ঈদ মোবারক' জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

রাত পোহালেই খুশীর ঈদ (Eid)। একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr)। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস (Ramadan)। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ। 

ঈদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাঁদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে 'ঈদ মোবারক' জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন জামাকাপড়, নাচ-গান, আড্ডা, খাওয়া -দাওয়া, সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব। তবে ২০২০ সাল থেকে অন্যান্য অনেক উৎসবের মতো ভাটা পড়েছে ঈদের আনন্দও। দেশের বিভিন্ন রাজ্যে চলছে আংশিক লকডাউন। সেই সঙ্গে করোনার বার বাড়ন্তে ভীত সকলে। তাই এবছরের খুশী ঈদও কিছুটা বিষাদময়।  

eid al fitr 2021

আরও পড়ুন: মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন লাচ্ছা সেমাই, জানুন রেসিপি 

কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ঈদে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 


ঈদ-উল-ফিতর ২০২১: ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা 

* আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক। আল্লাহ সকলের ভাল করুক। 

* এই ঈদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। ঈদ মোবারক সকলকে!

* নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। ঈদ মোবারক!

ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr)

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। ঈদ মোবারক!

Advertisement

* জেনে রাখুন যে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ বর্ষণ করবেন। ঈদ মোবারক!

* কামনা করি আপনি এবং আপনার পরিবার এই নিরাপদ এবং সুস্থ থাকুন। ঈদ মোবারক!

ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr)

আরও পড়ুন: Radhe Movie Review: রাধে = রিপিট টেলিকাস্ট! সিটি পড়ার কোনও গ্যারান্টি নেই 

* সকাল -সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাঁদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান

* আল্লাহ আপনার সুখ ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করুন। ঈদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারকে!

* ঈদ-উল-ফিতর-র শুভ দিনে আপনাকে পবিত্র শুভেচ্ছা পাঠাচ্ছি

ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr)

* আল্লাহ আপনার সমস্ত প্রার্থনা কবুল করুক এবং আপনাকে আনন্দ দিক। ঈদ মোবারক!

* চাঁদ দেখে রমজানের সমাপ্তি হল!ঈদ ভাল কাটুক সকলের। 

* এই ঈদ আপনার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক এবং আপনার সাফল্যের সমস্ত সুযোগ তৈরি হোক! ঈদ মোবারক সকলকে...

ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr)

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। ঈদ-উল-ফিতর ২০২১ মোবারক!

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। আপনাদের সকলকে ঈদ মোবারক!

আরও পড়ুন: বাড়িতে বানিয়ে নিন এই সেরা সামার ড্রিঙ্কগুলি 

 

Advertisement