বৈদিক জ্যোতিষ অনুসারে, কোষ্ঠীতে মঙ্গল দশা থাকা খুবই খারাপ। কারণ কোষ্ঠীতে মঙ্গল অশুভ হলে জাতকের বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা যায়। দাম্পত্য কলহ তীব্র হয়ে ওঠে। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙেও যেতে পারে। আবার স্বামী ও স্ত্রীর মধ্যে একজন মাঙ্গলিক হলে অন্যজনের চরম ক্ষতি হতে পারে, এমনকি প্রাণ সংশয় হওয়াও সম্ভব।
তাই বিয়ের আগেই পাত্র-পাত্রীর কোষ্ঠী বিচার করার পরামর্শ দেওয়া হয় বৈদিক জ্যোতিষে। তবে যদি পাত্রীর কোষ্ঠীতে মাঙ্গলিক দোষ থাকে আর পাত্রের কুণ্ডলীতে তা না থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হয় জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: ১৫ থেকে সূর্যের মতো চমকাবে কপাল, ৪ রাশি পাবে ভাগ্যের সঙ্গ
কোষ্ঠীতে কখন মঙ্গল দশা হয়
-জ্যোতিষীদের মতে, জন্মছকের প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে সেই জাতক মাঙ্গলিক হন।
-রাহু ও শনির সঙ্গে মঙ্গল অবস্থান করলে সেই জাতক মাঙ্গলিক হয়ে থাকেন।
-কোষ্ঠীর সপ্তম ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়।
-কোষ্ঠীর দ্বাদশ ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়।
-কোষ্ঠীর চতুর্থ ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়।
-কোষ্ঠীর প্রথম ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়।
-জন্মছকে এর কোনও একটি যোগাযোগ হলে জাতক মাঙ্গলিক হন।
আরও পড়ুন: বুধবার থেকেই মিলবে মঙ্গলের আশীর্বাদ, এই ৪ রাশি অগাধ সম্পদ-জমির মালিক হবে
মঙ্গল দোষের প্রভাবে কী কী হয়
-বিবাহে বিলম্ব
-দাম্পত্য জীবনে ঝামেলা
-সন্তানের জন্ম দিতে সমস্যা
-জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি
-আর্থিক কষ্ট
-শ্বশুরবাড়ির সঙ্গে খারাপ সম্পর্ক
-বিবাহ বিচ্ছেদ
-জীবনসঙ্গীর অপমৃত্যু
আরও পড়ুন: বিপুল অর্থযোগ-কেরিয়ারে উন্নতি, এই তারিখ থেকে ৪ রাশির ভাগ্য বদলাবেন শনিদেব
মঙ্গলদশা কাটানোর উপায়
পাত্র ও পাত্রী দুজনেই মাঙ্গলিক হলে ভালো। এতে কোনও সমস্যাই থাকে না। তবে মাঙ্গলিক পাত্রী যদি অমাঙ্গলিক পাত্রকে বিয়ে করেন তাহলে বিয়ের আগে কয়েকটি নিয়ম মানা জরুরি। জেনে নিন এই নিয়মগুলি।
-বিয়ের আগে কোনও কলাগাছের সঙ্গে পাত্রীর বিয়ে দিন।
-বিয়ের আগে পাত্রীকে রক্ত প্রবাল বা হলুদ স্যাফায়ার ধারণ করতে হবে।
-মঙ্গলকে তুষ্ট করতে প্রতি মঙ্গবার উপবাস রাখুন।
-লাল পোশাক ও মুসুর ডাল দান করুন।
-প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন।
-প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করুন।
-ঘরে মঙ্গল যন্ত্র স্থাপন করুন।