scorecardresearch
 
স্পেশাল

বিভেদ নয়, মেলবন্ধনই থিম উত্তরবঙ্গের সবচেয়ে বিগ বাজেট 'টিএস'-এর কালীপুজোর

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 1/10

দেশজুড়ে এখন একটা সাম্প্রদায়িক হাওয়া চলছে। মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। আর তাতেই অশান্তি পাকাচ্ছে কিছু লোক। এই সাম্প্রদায়িক হাওয়া মুছতেই এবার তরুণ সংঘের ৫৬ তম বর্ষের এবারের থিম 'মেলবন্ধন'।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 2/10

থিমের মাধ্যমে প্রত্যেক রাজ্যের মানুষের সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। সব মিলিয়ে চলছে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 3/10

দুর্গাপুজোর পর মহাশক্তির আরাধনায় মাতবে সারা বাংলা। আর হাতে গোনা মাত্র কয়েকদিন তাই শেষবেলার প্রস্তুতিতে মগ্ন প্রত্যেক পুজো কমিটি। শিলিগুড়িতেও একইভাবে বারোয়ারি পুজোর পাশাপাশি বিগ বাজেটের বেশ কয়েকটি পুজো রয়েছে।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 4/10

এই পুজোগুলির মধ্যে অন্যতম হল শিলিগুড়ির তরুণ সংঘের কালিপুজো। এবছর ৫৬ তম বর্ষে তাদের থিম মেলবন্ধন। অর্থাৎ তারা তাদের পুজোর মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে চায়।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 5/10

তাই শিলিগুড়ির শিল্পীর ভাবনায় তাদের মন্ডপ তৈরি চলছে। আগামী ৩ নভেম্বর তাদের পুজোর উদ্বোধন রয়েছে। পুজো  কমিটির পক্ষে অন্তু দাম বলেন, আমরা চাই সকলে মিলেমিশে থাকুক।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 6/10

হিন্দু-মুসলিম ভেদাভেদ মুছে যাক মানুষের মধ্যে থেকে। তার বার্তা দিতেই আমাদের থিম মেলবন্ধন। আর তাই আমাদের মন্ডপে নানান জাতির মডেল থাকছে।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 7/10

আমরা এর মাধ্যমেই দেখাতে চাই যে আমাদের ঐক্য অটুট রয়েছে। ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে যাতে আমরা থাকি সেই প্রার্থনাই আমাদের পুজোর মধ্যে দিয়ে।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 8/10

এ বছর আমাদের মন্ডপটি নানানরকম চুমকি, প্লাইবোর্ড, কাঠ, দিয়ে তৈরি হচ্ছে। মন্ডপের কাজ শেষের দিকে। আর দূর্গাপুর থেকে আমাদের প্রতিমা আসছে।

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 9/10

তবে এবছরও আমাদের পুজো তাক লাগিয়ে দেবে শহরবাসীকে। কিন্তু আমরা সকল দর্শনার্থীকে অনুরোধ করছি তারা যাতে মাস্ক পড়েই প্রতিমা দর্শন করতে আসেন। আমরা মন্ডপেও করোনা সতর্কতার বার্তা দিয়ে প্ল্যকার্ড লাগাবো।

 

তরুণ সংঘের পুজো (টিএস)
  • 10/10

একই সাথে পুজো কমিটির অন্যতম সদস্য তপন সাহা বলেন , করোনার এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকম কোভিড স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন করা হয়েছে।