৩৯ বছর একসঙ্গে ঘর করেছেন। সুখে-দুঃখে বিপদে আপদে যে হাত তাঁকে আকড়ে ধরেছিল এতগুলি বছর, সেই হাত ছেড়ে গিয়েছে করোনায়। এমন কপাল, স্বামী-স্ত্রী একসঙ্গে করোনায় আক্রান্ত হন। নিজে বাড়িতে থাকলেও স্ত্রীকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের পর নিজে সুস্থ হয়ে উঠলেও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেননি। শেষ মুহূর্তে স্বামীর কর্তব্যও করতে পারেননি। সেই আক্ষেপ ছিল। তাই স্ত্রীকে ফের কাছে পেতে তাঁকে ঘরেই রেখে দিতে মনস্থির করেন কৈখালির অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস কর্মী তাপসবাবু। তাঁর সিলিকনের মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। হুবহু আসলের মতো। ঘরেই সেই মূর্তি বসিয়েছেন তিনি। মূর্তিও হয়েছে একদম আসলের মতো নিখুঁত। যেন স্ত্রী ঘরে বসে রয়েছেন।
Retired Civil Servant of Kolkata Makes his Dead Wife's Silicone Statue