Asia Cup 2023: প্রথমবার 'পাকিস্তান' লেখা জার্সি পরে খেলবে টিম ইন্ডিয়া, কেন?

ভারতীয় ক্রিকেট দলকে এই মাসের শেষে এশিয়া কাপ খেলতে হবে। ৩০ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। আয়োজক দেশ পাকিস্তান হওয়াতে এশিয়া কাপ প্রথমবারের মতো হাইব্রিড মডেলের ভিত্তিতে হবে।

Advertisement
প্রথমবার 'পাকিস্তান' লেখা জার্সি পরে খেলবে টিম ইন্ডিয়া, কেন?Asia Cup
হাইলাইটস
  • ৩০ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে
  • এশিয়া কাপ প্রথমবারের মতো হাইব্রিড মডেলের ভিত্তিতে হবে

ভারতীয় ক্রিকেট দলকে এই মাসের শেষে এশিয়া কাপ খেলতে হবে। ৩০ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। আয়োজক দেশ পাকিস্তান হওয়াতে এশিয়া কাপ প্রথমবারের মতো হাইব্রিড মডেলের ভিত্তিতে হবে। অর্থাৎ মোট ১৩টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফাইনাল-সহ বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। এভাবেই ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারত-পাকিস্তানের দুর্দান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এখানে বিশেষ ব্যাপার হল প্রথমবার এশিয়া কাপে পাকিস্তানের নাম লেখা জার্সি পরে খেলবে ভারতীয় দল। যদিও আনুষ্ঠানিকভাবে তা এখনও নিশ্চিত করা হয়নি, তবে গণমাধ্যমে এমন দাবি করা হচ্ছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার একটি ছবিও ভাইরাল হচ্ছে।

আসলে এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ২০১৬ সাল পর্যন্ত এশিয়া কাপের জার্সিতে আয়োজক দেশের নাম লেখা ছিল না। কিন্তু এর পর ২০১৮ ও ২০২২ সালে আয়োজক দেশের নাম লেখা হয়। ২০১৮ সালের এশিয়া কাপের আয়োজক ছিল সংযুক্ত আরব আমিরশাহি এবং ২০২২ সালে শ্রীলঙ্কা।

তবে এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেক্ষেত্রে এশিয়া কাপের লোগোর সঙ্গে জার্সির উপরও লেখা থাকবে 'পাকিস্তান'। উল্লেখ্য, ২০০৮ সালে শেষবার এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। ফাইনালে ভারতীয় দলকে ১০০ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা।

গ্রুপ-এ: ভারত, পাকিস্তান ও নেপাল।

গ্রুপ-বি: এশিয়া কাপে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান

এশিয়া কাপে ভারতীয় দলের দাপট

ইতিহাসে এখনও পর্যন্ত এশিয়া কাপের ১৫টি মরশুম হয়েছে, যাতে ভারতীয় দল সবচেয়ে বেশি ৭ বার শিরোপা জিতেছে। যেখানে শ্রীলঙ্কা রয়েছে দুই নম্বরে, তারা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান মাত্র দুবার শিরোপা জিতছে।

POST A COMMENT
Advertisement