টানা ১০ ম্যাচ জিতেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারল না ভারতীয় দল। ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিশ্বকাপ জিততে পারেননি। কোচ হিসেবে তাঁর জন্যই ট্রফি জিততে চেয়েছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।
বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিসিসিআই-এর। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। রাহুল নিজের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তাভাবনা করেছেন? সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, 'পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই কিছু ভাবনাচিন্তা করিনি। ভবিষ্যতে কী করব সেটাও এই মুহূর্তে জানা নেই।' চার বছর পরে ফের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। রাহুল বলছেন, 'এখনও হাতে অনেকটা সময় রয়েছে। ততদিনে অনেক জল গড়াবে।'
ভারতের কোচ ক্যাপ্টেন ‘হিটম্যান’-এর প্রশংসা করেছেন। তিনি বলেন, 'ছেলেদের উৎসাহ দেওয়া এবং তাদের সঙ্গে কথা বলার জন্য অনেকটা সময় ব্যয় করেছে রোহিত। যে কোনও ধরনের মিটিংয়ে এবং যে কোনও ধরনের আলোচনায় সবসময়ে উপস্থিত থেকেছে। কখনও কখনও পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি করতে হয়েছে। প্রচুর সময় খরচ করতে হয়েছে। এই অভিযানে রোহিত যথেষ্ট এনার্জি খরচ করেছে। সময়ও দিয়েছে।'
বিশ্বকাপের প্রথম দিকে কিছুটা নড়বড়ে লাগলেও সময় যত গড়িয়েছে, ততই ভয়ঙ্কর হয়েছেন রোহিত। ফাইনালেও শুরু থেকেই রোহিত ঝড়় তুলেছিলেন। কিন্তু ট্রাভিস হেডের দুর্দান্ত ক্যাচ সবটা শেষ করে দেয়। বিশ্বকাপের ১১টি ম্যাচে রোহিত মোট ৫৯৭ রান করেছেন। রোহিতের ব্যাটিং সম্পর্কে রাহুল দ্রাবিড় বলছেন, 'টুর্নামেন্ট জুড়ে রোহিত দুরন্ত ব্যাটিং করেছে। শুরুতে তালটা ঠিক করে দিত রোহিতই। খুবই ইতিবাচক এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। দারুণ নেতৃত্ব দিয়েছে রোহিত।'
গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেললেও ফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের তারকারা। এর মধ্যেই রাহুলের দিকে প্রশ্ন উড়ে আসে, তবে কি ফাইনালে ভয়ে ভয়ে ক্রিকেট খেলেছে ভারত? রাহুল যদিও তা মানতে নারাজ। টিম ইন্ডিয়ার কোচ বলেন, 'এবারের বিশ্বকাপে আমাদের দল যা পারফরম্যান্স করেছে, তাতে কিছুতেই আমি বলতে পারব না আমরা ভীতু ভীতু ক্রিকেট খেলেছি।'