India A squad for England 2025: ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নামছে ভারত A দল। BCCI ঘোষণা করল ১৬ সদস্যের স্কোয়াড। অধিনায়কত্বে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, সহ-অধিনায়ক ধ্রুব জুরেল। দলে দেখা যাচ্ছে নতুন কিছু মুখ এবং পুরনো তারকাদের প্রত্যাবর্তন।
দলের মূল চমক:
করুণ নায়ার ২০১৭ সালের পর ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন। চোট কাটিয়ে ফিরলেন সরফরাজ খান। IPL-এ ভালো খেলার সুবাদে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর। BCCI-এর নিষেধাজ্ঞার পর প্রথমবার ফিরলেন ঈশান কিষান।
নতুন মুখের মধ্যে আছেন:
তনুশ কোটিয়ান, নীতীশ কুমার রেড্ডি, মানব সুতার, হর্ষিত রানা, হর্ষ দুবে, অংশুল কম্বোজ,
ভারত A বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি:
প্রথম টেস্ট: ৩০ মে – ২ জুন
দ্বিতীয় টেস্ট: ৬ জুন – ৯ জুনইন্ট্রা স্কোয়াড ম্যাচ: ১৩ জুন – ১৬ জুন
ভারত A দল ২০২৫ (India A Squad for England Tour 2025):
অধিনায়ক: অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঈশান কিষান (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে, হর্ষ দুবে।