তৃতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল ভারতীয় দল। গাব্বায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা দেখেই এই সিদ্ধান্ত রোহিত শর্মাদের। দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।
বৃষ্টির পর ফের শুরু হল ম্যাচ। বিনা উইকেটে ২৩ রান করে ফেলল অস্ট্রেলিয়া। বল স্যুইং হচ্ছে না। ফলে ভারতীয় দলের বোলাররা সেভাবে সুবিধাও পাচ্ছেন না। উইকেট পেতে মাঝেমধ্যেই শর্ট বল করে ফেলছেন দুই পেসার। আর তাতেই সুবিধা পাচ্ছেন, ম্যাকসুইনি ও উসমান খজা।
বন্ধ হল ম্যাচ। ষষ্ঠ ওভারেই বন্ধ হল ম্যাচ। ড্রেসিংরুমে দুই দলের ক্রিকেটাররা।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। বৃষ্টির সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।
চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জস হ্যাজেলউড (Josh Hazlewood)। তবে তৃতীয় টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার। অ্যাডিলেডে সুযোগ পেয়ে স্কট বোলান্ড (Scott Boland) দারুণ বল করেছিলেন। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন। কিন্তু ব্রিসবেন টেস্টে তাঁকেই বসতে হবে মাঠের বাইরে।
ব্রিসবেন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজলউড।
জায়গা পেলেম রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপ।
ব্রিসবেন টেস্টের জন্য ভারতের প্লেয়িং ১১: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।