জল্পনার অবসান। ইডেনে হচ্ছে না আইপিএল-এর ফাইনাল। ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাতেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে যে সূচি দেওয়া হয়েছিল সেই মোতাবেক, ফাইনাল হওয়ার কথা কলকাতাতেই। উদ্বোধনী ম্যাচও হয়েছিল ইডেন গার্ডেন্সে। ফাইনালের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার কলকাতার হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে মাঝ রাস্তায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। বাকি থাকা ম্যাচগুলোর জন্য সূচিও নতুন করে বানানো হয়। তখনই ভেন্যু থেকে বাদ পড়ে কলকাতা।
ইন্ডিয়া টুডে জানতে পেরেছে, ফাইনাল ছাড়াও গুজরাতের আহমেদাবাদে টুর্নামেন্টের কোয়ালিফায়ার টু-ও আয়োজন করবে। কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর খেলা হবে পঞ্জাব কিংসের হোম মুল্লানপুর স্টেডিয়ামে।
প্লে-অফের ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে মূল আলোচ্য বিষয় ছিল আবহাওয়া। আগেই জানা গিয়েছিল, কলকাতার আবহাওয়া সেই সময় খারাপ থাকতে পারে, সেজন্য ইডেনকে বিবেচনায় রাখা হচ্ছে না। হায়দরাবাদ স্টেডিয়ামকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সেখানকার দুটো ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল মুল্লানপুরে।
যদিও পরিবর্তিত সময়সূচী ঘোষণা করায় বিসিসিআই প্লে-অফ ম্যাচগুলির ভেন্যু উল্লেখ করেছিল না। সেই সময় কেবল জানানো হয়েছিল, ম্যাচগুলি কলকাতা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। লজিস্টিক সীমাবদ্ধতার কারণে টুর্নামেন্টটি ১০টির পরিবর্তে ৬টি সীমাবদ্ধ রাখা হয়।
গত চার বছরে এই নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় আইপিএল ফাইনাল হতে চলেছে। এর আগে ২০২২, ২০২৩ সালের ফাইনাল ম্যাচ হয়েছিল। ২০২৩ সালে ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। সে দিনও বৃষ্টি। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ফাইনাল দেখার জন্য কার্যত ভোর রাত অবধি গ্যালারিতে ছিলেন সমর্থকরা।