IPL ফাইনাল ইডেনে হবে তো? BCCI-কে রিপোর্ট দিল CAB

CAB-এর তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের পুরো আইপিএল মরসুমে আমরা সফলভাবে ম্যাচ আয়োজন করেছি। বৃষ্টি হলে মাঠ থেকে জল সরানোর ব্যবস্থাও আমাদের অত্যাধুনিক। আমরা ফাইনাল আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এখনকার অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অনুচিত।

Advertisement
IPL ফাইনাল ইডেনে হবে তো? BCCI-কে রিপোর্ট দিল CAB Eden Gardens stadium under cloudy sky ahead of IPL 2025 final amid rain concerns
হাইলাইটস
  • সক্রিয় হল CAB, BCCI-কে পাঠাল রিপোর্ট
  • CAB-এর যুক্তি কী?
  • এখনও ঠিক হয়নি প্লে-অফের ভেন্যু

IPL 2025-এর ফাইনাল কলকাতায় ইডেন গার্ডেন্সে হবে কিনা, তা নিয়ে টানাপোড়েন চলছে কিছুদিন ধরেই। মূলত বাদ সাধছে বৃষ্টি।  আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। কিন্তু এখন সেই পরিকল্পনা ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৩ জুনের ফাইনাল ম্যাচ ঘিরে আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস নতুন করে ভাবতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-কে। সম্ভাব্য ভারী বৃষ্টির আশঙ্কায় বিসিসিআই নাকি বিকল্প ভেন্যু ভাবতে শুরু করেছে।

সক্রিয় হল CAB, BCCI-কে পাঠাল রিপোর্ট

এই পরিস্থিতিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) হাত গুটিয়ে বসে থাকেনি। সূত্রের খবর, তারা সরাসরি যোগাযোগ করেছে কলকাতার আলিপুর আবহাওয়া অফিসের সঙ্গে এবং চেয়েছে ৩ জুনের সম্ভাব্য আবহাওয়ার তথ্য। সেই ডেটা বিশ্লেষণ করে CAB একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে বিসিসিআই-এর কাছে। সেই রিপোর্টে CAB জানিয়েছে, 'এত আগে আবহাওয়া নিয়ে নির্ভুল পূর্বাভাস দেওয়া যায় না। ২৫ মে-র আগে ৩ জুনের সঠিক অবস্থা অনুমান করা কঠিন। এখনই ইডেনকে বাদ দেওয়া ঠিক হবে না।'

CAB-এর যুক্তি কী?

CAB-এর তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের পুরো আইপিএল মরসুমে আমরা সফলভাবে ম্যাচ আয়োজন করেছি। বৃষ্টি হলে মাঠ থেকে জল সরানোর ব্যবস্থাও আমাদের অত্যাধুনিক। আমরা ফাইনাল আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এখনকার অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অনুচিত।

এখনও ঠিক হয়নি প্লে-অফের ভেন্যু

এখনও পর্যন্ত বিসিসিআই প্লে-অফ পর্বের কোনও ম্যাচের ভেন্যু ঘোষণা করেনি। তবে তারিখ ঠিক করা আছে।

কোয়ালিফায়ার ১ – ২৯ মে

এলিমিনেটর – ৩০ মে

কোয়ালিফায়ার ২ – ১ জুন

ফাইনাল – ৩ জুন

বিসিসিআই এখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে কোথায় হবে এই গুরুত্বপূর্ণ চারটি ম্যাচ। কিন্তু ইডেন গার্ডেন্স যদি ফাইনাল থেকে বাদ পড়ে, তাহলে তা হবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা।

বৃষ্টিই ফাইনালের বড় বাধা?

Advertisement

কলকাতার জুন মাস মানেই বর্ষার আগমনী সুর। কিন্তু এখনও বর্ষা ঢোকেনি। তবু বিক্ষিপ্ত বৃষ্টি বা কালবৈশাখীর আশঙ্কা থেকেই যাচ্ছে। সেজন্যই হয়তো BCCI পুরো বিষয়টি ঝুঁকির চোখে দেখছে। তবে CAB-এর বক্তব্য অনুযায়ী, আরও কয়েকদিন দেখে তারপর সিদ্ধান্ত নিলে ভাল হয়। আইপিএল ২০২৫-এর শেষ পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই এই ভেন্যু বিতর্ক নতুন করে জল্পনা তৈরি করেছে। শেষ পর্যন্ত ইডেনেই হবে কি না মরসুমের সবচেয়ে বড় ম্যাচ—তা এখনই নিশ্চিত নয়। তবে CAB আশাবাদী।

https://bangla.aajtak.in/west-bengal/story/west-bengal-government-employees-da-hike-50-percent-supreme-court-hearing-sud-1214373-2025-05-16

POST A COMMENT
Advertisement