মাত্র ০.১২ সেকেন্ড। মহেন্দ্র সিং ধোনি ৪৩-এও দারুণ ক্ষিপ্র। রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে যেভাবে সূর্যকুমার যাদবকে স্টাম্প আউট করলেন ধোনি, সেটা এককথায় তাঁর পক্ষেই সম্ভব।
কী করলেন ধোনি?
মুম্বই ইনিংসের ১১ তম ওভারে বল করছিলেন নূর আহমেদ। তিন নম্বর বলটি ব্যাটে লাগাতে পারেননি সূর্য। ক্রিজ থেকে বেরিয়ে যায় তাঁর পা। সূর্য ক্রিজে ঢোকার আগে চোখের নিমেষে স্টাম্প আউট করে দেন ধোনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মাহি ফ্যানরা। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে সেই ভিডিও।
গোল্ডেন ডাক রোহিতের
ব্যর্থ হয়েছেন রোহিত শর্মাও। গোল্ডেন ডাকে ফিরতে হয় তাঁকে। এরপর মুম্বই পুনরুদ্ধারের চেষ্টা করে কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে এবং রানের গতি ব্যহত হয়। ৯ উইকেট হারিয়ে মুম্বই ১৫৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক ভার্মা। এই ম্যাচে মুম্বই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ২৯ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত, দীপক চাহার ১৫ বলে ২৮ রান করেন। এ ছাড়া আর কোনও ব্যাটসম্যান ২০ ও করতে পারেননি। চেন্নাইয়ের হয়ে রিস্ট স্পিনার নূর আহমেদ ৪ উইকেট নেন। খলিল আহমেদ ৩টি উইকেট নেন। অন্যদিকে নাথান এলিস এবং অশ্বিন ১টি করে উইকেট নেন।
চেন্নাই দলের হয়ে রুতুরাজ গায়কোয়াড় এবং রচিন রবীন্দ্র দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। রাচিন রবীন্দ্র ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে গায়কোয়াড ২৬ বলে ৫৩ রানের অধিনায়কের মতো ইনিংস খেলেন। ধোনি অবশেষে ক্রিজে এসেছিলেন বটে তবে রান পাননি। অপরাজিত থেকেই দলের জয় দেখেন অপর প্রান্তে দাঁড়িয়ে।
মুম্বই ইন্ডিয়ান্স (খেলোয়াড় একাদশ): রোহিত শর্মা, রায়ান রিকেল টন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ডার্মা, নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট এবং সত্যনারায়ণ রাজু।
চেন্নাই সুপার কিংস (খেলোয়াড় একাদশ): রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র, দীপক হুদা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, নাথান এলিস এবং খলিল আহমেদ