IPL Points Table KKR: লিগ টেবিলে বড় বদল, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে KKR?

পরপর ম্যাচ জিতলেই খুলবে শেষ চারের রাস্তা। এমন অবস্থায় দুটো ম্যাচ জেতা হয়ে গিয়েছে। জিততে হবে বাকি দুটো ম্যাচও। তবেই প্লে অফের ম্যাজিক ফিগার ছুঁতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তবে বাকি দুই ম্যাচের মধ্যে আর একটা ম্যাচ হারলেও প্লে-অফে ওঠার পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে নাইটদের জন্য।

Advertisement
লিগ টেবিলে বড় বদল, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে KKR?  কেকেআর দল

পরপর ম্যাচ জিতলেই খুলবে শেষ চারের রাস্তা। এমন অবস্থায় দুটো ম্যাচ জেতা হয়ে গিয়েছে। জিততে হবে বাকি দুটো ম্যাচও। তবেই প্লে অফের ম্যাজিক ফিগার ছুঁতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তবে বাকি দুই ম্যাচের মধ্যে আর একটা ম্যাচ হারলেও প্লে-অফে ওঠার পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে নাইটদের জন্য।

গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাতেই প্লে অফের লড়াই জমিয়ে দিয়েছে কেকেআর। এর পরই নাইটরা আবার ভেসে ওঠে প্লে-অফের দৌড়ে। গ্রুপ পর্যায়ে কেকেআরের বাকি ছিল চারটি ম্যাচ। এখন যা পরিস্থিতি তাতে কেকেআরের সব ম্যাচ জেতা ছাড়া উপায় নেই। যদিও ৩টি ম্যাচ জিতলেও পরিস্থিতি কিছুটা নাইটদের অনুকূলে থাকবে। রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়েছে কেকেআর। প্লে-অফের আশা জিইয়ে রাখল নাইটরা।

এদিনের জয়ের ফলে কেকেআরের পয়েন্ট দাঁড়াল ১১। পাঁচটি জয় ও পাঁচটি হার। কেকেআর এখন পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছে। একে আরসিবি। তাদের পয়েন্ট ১৬। ১৪ পয়েন্ট নিয়ে মুম্বই দুইয়ে। তিন নম্বরে গুজরাত, পয়েন্ট ১৪।

IPL Points table

টস জিতে কেকেআর এদিন প্রথমে ব্যাট করে।  ৪ উইকেটে নাইটরা তুলেছিল ২০৬ রান। ৪টি চার ও ৬টি ছয় হাঁকালেন রাসেল। ২৫ বলে অপরাজিত ৫৭ রান করেন তিনি। রাজস্থান ম্যাচ টেনে নিয়ে যায় শেষ বল পর্যন্ত। তবে শেষমেশ মাত্র এক রানে হারে তারা।

কেকেআর একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিংকু সিং, আংক্রিশ রঘুবংশী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলী, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী


আরআর একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, কুনাল রাঠোর, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জোফরা আর্চার, মহেশ থেকশানা, যুধবীর সিং, আকাশ মাধওয়াল

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement