ব্যাটার তাণ্ডবের মাঝে ভয়ঙ্কর বোলিংয়ে টুর্নামেন্টের সেরা, বিশ্বকাপে সুযোগ পাবেন বিষ্ণোই?

আর এই টুর্নামেন্ট দাপটের সঙ্গে ৪-১ এ সিরিজ জিতে ভারতীয় দল ক্যাঙ্গারু বাহিনীকে রীতিমতো শায়েস্তা করে দিয়েছে। শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই অবশ্য ভারত সিরিজ জিতে গিয়েছিল। তবুও শেষ ম্যাচটিতেও বিন্দুমাত্র উত্তেজনার খামতি ছিল না। ৬ রানে ম্যাচ জিতে ভারত যে ব্যবধান বাড়িয়ে নিয়েছে।

Advertisement
ব্যাটার তাণ্ডবের মাঝে ভয়ঙ্কর বোলিংয়ে টুর্নামেন্টের সেরা, বিশ্বকাপে সুযোগ পাবেন বিষ্ণোই?ব্যাটার তাণ্ডবের মাঝে ভয়ঙ্কর বোলিংয়ে টুর্নামেন্টের সেরা, বিশ্বকাপে সুযোগ পাবেন বিষ্ণোই?

ভারতে ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ঘটে গিয়েছে। বিশ্বকাপ ফাইনালে হার যে অঘটন ছিল তার প্রমাণ করার মরিয়া তাগিদ দেখা গিয়েছে ভারতীয় দলের পক্ষে। যদিও ভারতের প্রথম দলের প্রায় কেউই ছিলেন না। বিশ্বকাপ খেলা একমাত্র ক্রিকেটার হিসেবে সূর্য কুমার যাদব পাঁচটি ম্যাচই খেলেছেন। এছাড়া একমাত্র ঈশান তিনটি এবং শ্রেয়স আইয়ার দু'টি ম্যাচে খেলেছেন। এছাড়া আর বাকিরা বিশ্রামে ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা ভারতীয় দলটি এশিয়ান গেমসে যে দলটি সোনাজয় করে ফিরেছে, মোটামুটি পুরো দলই খেলেছে। যদিও অস্ট্রেলিয়া দলেও বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল, তবু তাদের অনেক খেলোয়াড়ই ঘুরিয়ে-ফিরিয়ে খেলেছেন। যাঁরা বিশ্বকাপে খেলেছেন তার মধ্যে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা খেলেছেন। ফলে উত্তেজনার বিন্দুমাত্র খামতি ছিল না।

আর এই টুর্নামেন্ট দাপটের সঙ্গে ৪-১ এ সিরিজ জিতে ভারতীয় দল ক্যাঙ্গারু বাহিনীকে রীতিমতো শায়েস্তা করে দিয়েছে। শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই অবশ্য ভারত সিরিজ জিতে গিয়েছিল। তবুও শেষ ম্যাচটিতেও বিন্দুমাত্র উত্তেজনার খামতি ছিল না। ৬ রানে ম্যাচ জিতে ভারত যে ব্যবধান বাড়িয়ে নিয়েছে।

রবি বিষ্ণোইয়ের স্পিনের জবাব খুঁজে পায়নি ক্যাঙ্গারু বাহিনী

টি-টোয়েন্টি সিরিজের বেটারদের রমরমা ছিল। প্রথম তিন ম্যাচে ৪০০ রানের বেশি ওঠে। ৩০০ রানের বেশি ওঠে শেষ দুই ম্যাচে। ব্যাটসম্যানদের ধামাকার মধ্যে একমাত্র বোলার হিসেবে সমস্ত নজর কেড়ে নিয়েছেন ভারতের স্পিনার রবি বিষ্ণোই।  ২৩ বছরের বিষ্ণোই ৫ ম্যাচে সবচেয়ে বেশি ৯ উইকেট নেন এবং তিনি প্লেয়ার অব দ্য সিরিজ ও নির্বাচিত হয়েছেন।

রহস্যময় স্পিনার বিষ্ণোই

রবি বিষ্ণোই স্পিনার হলেও খানিকটা জোরের ওপর বল করেন এবং ফ্লাইটের বদলে স্লাইড বলে বেশি জোর দেন। তাঁর গুগলি পিক করা ব্যাটারদের জন্য খুব সহজ নয়। বিষ্ণোই এই টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ সময়ে টিম ইন্ডিয়াকে ব্রেক থ্রু এনে দিয়েছেন। যা অনেক ক্ষেত্রেই খেলার রং বদলে দিয়েছে। বিষ্ণোই টি-টোয়েন্টি সিরিজের ইকোনমি ৮.২। যা অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে আধিপত্য প্রমাণ করে। শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে তার জবাব খুঁজে পায়নি অজিবাহিনী।

Advertisement

টি২০ বিশ্বকাপে সুযোগ পাবেন বিষ্ণোই?

রবি বিষ্ণোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত প্রদর্শনের পর গত বছর ফেব্রুয়ারিতে নিজের টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ডেবিউ করেন। এ বছর অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিম সুযোগ পাওয়ার দাবিদার ছিলেন। কিন্তু ইউজবেন্দ্র চাহালের কাছে নিজডের জায়গা হারান। এ বছর আয়ারল্যান্ড সিরিজ, এশিয়ান গেমস এবং অস্ট্রেলিয়ার সিরিজ মিলিয়ে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে নিয়েছেন তিনি। ফলে আগামী বছর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর জায়গা প্রায় পাকা বলে মনে করা হচ্ছে যদি না কোনও অঘটন ঘটে। 

কাদের সঙ্গে টক্কর বিষ্ণোইয়ের?

বিষ্ণোইকে দলে জায়গা পেতে সবার আগে লড়তে হবে যুজবেন্দ্র চাহালের সঙ্গে। তাঁর মতোই লেগস্পিনার চাহাল। তিনিও ভাল বোলার। সেই সঙ্গে তাঁকে লড়াই দেওয়ার জন্য হাজির রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের সঙ্গে।

রবি বিষ্ণোইয়ের কেরিয়ার

ডান হাতি  লেগ ব্রেক বোলার রবি বিষ্ণোই ভারতের জন্য এখনও পর্যন্ত ১ টি ওয়ানডে এবং ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ইন্টারন্যাশনাল রবি ১ টি এবং টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন। আগামী টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ তে হওয়ার কথা। যেখানে স্পিনারদের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে পিচ। এরকম পারফরম্যান্স জারি থাকলে তাহলে ওয়ার্ল্ড কাপ টিমে তার জায়গা হতে পারে। সামনে আইপিএল রয়েছে। তাতেও তাঁর ওপর নজর থাকবে নির্বাচকদের।

POST A COMMENT
Advertisement