England Tour To India: ভারতে 'বাজবল' থিওরি মুখ থুবড়ে পড়বে, আশঙ্কা খোদ প্রাক্তন ইংরেজ অধিনায়কের

England Tour To India: ইংল্যান্ডের চিফ কোচ ব্রেন্ডন ম্যাককালামকে বাজ বলে ডাকা হয় তাঁর বিস্ফোরক ব্য়াটিংয়ের জন্য। তাঁর মানসিকতার উপর ভিত্তি করে আক্রমণাত্মক ক্রিকেটকে বাজবল নাম দেওয়া হয়েছে। গত দেড় বছরে ক্রিকেট জগতে এর চর্চা এবং ইংল্যান্ডে গত ১৮ এর মধ্যে ১৩ টেস্ট জিতেছে।

Advertisement
ভারতে 'বাজবল' থিওরি মুখ থুবড়ে পড়বে, আশঙ্কা খোদ প্রাক্তন ইংরেজ অধিনায়কেরভারতে 'বাজবল' থিওরি মুখ থুবড়ে পড়বে, আশঙ্কা খোদ প্রাক্তন ইংরেজ অধিনায়কের

England Tour To India: নতুন বছরের প্রথম মাসেই ইংল্যান্ড দল ভারত সফরে আসতে চলেছে। এর মধ্যে প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের আগে ইংল্যান্ডকে সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন ভারতের ভয়ংকর স্পিন আক্রমণের সামনে 'বাজবল' শৈলী পুরোপুরি ব্যর্থ বলে প্রমাণিত হতে পারে।

ইংল্যান্ডের চিফ কোচ ব্রেন্ডন ম্যাককালামকে বাজ বলে ডাকা হয় তাঁর বিস্ফোরক ব্য়াটিংয়ের জন্য। তাঁর মানসিকতার উপর ভিত্তি করে আক্রমণাত্মক ক্রিকেটকে বাজবল নাম দেওয়া হয়েছে। গত দেড় বছরে ক্রিকেট জগতে এর চর্চা এবং ইংল্যান্ডে গত ১৮ এর মধ্যে ১৩ টেস্ট জিতেছে।

ভন ফক্স স্পোর্টস ডট এ ইউকে বলেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি কঠিন সফর হল ভারতে খেলা। অ্যাসেজে নাথন লিওন আপনাকে সমস্যায় ফেলেছিলে। আর অস্ট্রেলিয়া ২-০ সিরিজে লিড নিয়েছিল। তিনি বলেন, যে লর্ডসে প্রথম ইনিংসে কিছু ওভারে নাথান দুর্দান্ত বোলিং করেছিলেন। ও একমাত্র স্পিনার ছিল। এজবাস্টনে পাঁচ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলের হিসেবে ভারতে ৫টি টেস্ট খেলবে এবং প্রথম টেস্ট ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে শুরু হবে।

ভন বলেছেন যে, স্পিনিং ট্র্যাকে অশ্বিন, জাদেজা, কুলদীপ, অক্ষরদের মতো বোলারদের সামনে বাজবল থিওরি নাস্তানাবুদ হয়ে যেতে পারে। ভারতে ম্যাচ জেতা অত্যন্ত কঠিন হবে। ইংল্যান্ডের একমাত্র স্পিনার নাথন লিওন তাদের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো ভারতের কাছে তিনটি এ ধরনের বোলার রয়েছে। ইংল্যান্ড টিম হায়দ্রাবাদের পর বিশাখাপত্তনাম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় টেস্ট খেলবে।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াড

বেন স্টোকস (ক্যাপ্টেন), রেহান আহমদ, জেমস আন্ডারসন, গ্যাস অ্যাটকিনস, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফক্স, টম হাউলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট এবং মার্ক উড।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের সিডিউল

প্রথম টেস্ট ২৫ থেকে ২৯ জানুয়ারি হায়দ্রাবাদ।

দ্বিতীয় টেস্ট দুই থেকে ছয় ফেব্রুয়ারি বিশাখাপত্তনম

Advertisement

তৃতীয় টেস্ট ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি রাজকোট

চতুর্থ টেস্ট ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি রাঁচি

পঞ্চম টেস্ট ৭ থেকে ১১ মার্চ ধর্মশালা

POST A COMMENT
Advertisement