Dhoni 5 Litres Milk: আপনি রোজ ৫ লিটার দুধ খান? নিজের মুখেই উত্তর দিলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি নাকি প্রচুর দুধ পান করেন। এই দাবি নতুন নয়। এমনকি 'ধোনির বাড়িতে দুধ সাপ্লাই দিই', দাবিও করতেন রাঁচির বহু গোয়ালা। কিন্তু সেটা কি আদৌ সত্যি? 

Advertisement
আপনি রোজ ৫ লিটার দুধ খান? নিজের মুখেই উত্তর দিলেন ধোনিরোজ ৫ লিটার দুধ খেতেন মহেন্দ্র সিং ধোনি?

Dhoni on Drinking 5 Litres of Milk: মহেন্দ্র সিং ধোনি নাকি প্রচুর দুধ পান করেন। এই দাবি নতুন নয়। এমনকি 'ধোনির বাড়িতে দুধ সাপ্লাই দিই', দাবিও করতেন রাঁচির বহু গোয়ালা। কিন্তু সেটা কি আদৌ সত্যি? সম্প্রতি একটি প্রোমোশনাল ইভেন্টে ধোনির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর নিজের সম্পর্কে শোনা সবচেয়ে আজব গুজব কোনটি। একটুও দেরি না করে ধোনি ‘দুধ’-এর কথাই বললেন।

ধোনি মুচকি হেসে বলেন, ‘আমি নাকি দিনে ৫ লিটার দুধ খাই।’ সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। স্টেজে উপস্থিত অ্যাঙ্করও অবাক হয়ে যান। 'আমিও তো ভাবতাম এটা সত্যি', বললেন তিনি। হাসতে হাসতে ধোনি জানালেন, এটা মোটেও সত্যি নয়। কোনও মানুষের পক্ষেই দিনে ৫ লিটার দুধ পান করা সম্ভব নয়।

তবে ধোনি যে একদমই দুধ পান করতেন না, তা নয়... 

ধোনি বলেন, ‘আমি দিনে এক লিটার মতো দুধ খেতাম, তাও সারাদিন ধরে অল্প অল্প করে। কিন্তু ৪-৫ লিটার খাওয়া সম্ভব নয়।’ 

এই ইভেন্টেই ধোনি আরও একটি গুজব নিয়ে মুখ খোলেন—তিনি নাকি এক সময় ওয়াশিং মেশিনে লস্যি বানাতেন! 

প্রসঙ্গত, ধোনি এই ‘দুধ খাওয়ার’ গুজব নিয়ে ২০০৫ সালেই একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন।

ধোনির ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর ডায়েট নিয়ে গুজব রটেছে। অনেকেই মনে করতেন, দিনে ৫ লিটার দুধ খাওয়াই নাকি তাঁর ফিটনেস আর বিশাল ছক্কা হাঁকানোর রহস্য। 

২০০০-এর দশকের গোড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধোনি। ফিটনেস আর গায়ের জোরের জন্য অল্প সময়েই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। শুরু থেকেই উইকেটকিপিং-ব্যাটিং-এ সমান দক্ষতা ছিল তাঁর। 

সেই সময় তাঁর লম্বা চুল ট্রেডমার্ক হয়ে গিয়েছিল। অনেকেই বলেন, ভারতীয় ক্রিকেটে ফিটনেসে বাড়তি জোর দেওয়ার প্রবণতা ধোনিই প্রথম এনেছিলেন। আর সেই সময় থেকেই তাঁর ডায়েট নিয়ে নানা গুজব লোকমুখে ছড়াতে শুরু করে। 

সেই ধোনিরই বয়স এখন ৪৩ বছর। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান নিয়ে এখন আর নতুন করে কিছু বলার নেই।

Advertisement

আইপিএল ২০২৫ সংক্রান্ত সমস্ত খবরের জন্য নজর রাখুন bangla.aajtak.in-এ। 

POST A COMMENT
Advertisement