FIFA Club World Cup 2025: সিটিকে ছিটকে দিল আল হিলাল, সাত গোলের থ্রিলারে বাজিমাত কোলিবালিদের

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলয় হাড্ডাহাড্ডি লড়াই। সাত গোলের থ্রিলারে শেষ হাঁসি হাসল আল হিলাল। এক্সট্রা টাইমেও চলল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ফল ৪-৩। এগিয়ে গিয়েও বারবার পিছিয়ে পড়তে হল ইংল্যান্ডের ক্লাবকে।

Advertisement
সিটিকে ছিটকে দিল আল হিলাল, সাত গোলের থ্রিলারে বাজিমাত কোলিবালিদের আল হিলাল ফুটবলারদের উল্লাস

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলয় হাড্ডাহাড্ডি লড়াই। সাত গোলের থ্রিলারে শেষ হাঁসি হাসল আল হিলাল। এক্সট্রা টাইমেও চলল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ফল ৪-৩। এগিয়ে গিয়েও বারবার পিছিয়ে পড়তে হল ইংল্যান্ডের ক্লাবকে।   

ম্যাচের শুরুতেই বার্নাডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট। লোডির ক্লিয়ারেন্স ঠিক ভাবে না হওয়ায় তা গিয়ে পড়ে গুন্দগানের গায়ে। তা ছিটকে আসায় পান সিলভা। গোলের সামনে থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই অভিজ্ঞ ফুটবলার। প্রথমার্ধে এগিয়েই ছিল সিটি। বিরতির পর ম্যাচে ফেরে আল হিলাল।

৪৬ মিনিটেই গোল শোধ করে সৌদি প্রো লিগের এই ক্লাব। তবে এক্ষেত্রে সিটি গোলকিপার এডেরসনের ভুল অস্বীকার করা যায় না। ক্যান্সেলোর ক্রস এডেরসন ক্লিয়ার করলেও তা সোজা গিয়ে পড়ে আল হিলাল প্লেয়ারদের পায়ে। একের পর এক শট গোলের দিকে আছড়ে পড়তে থাকলেও তৃতীয় প্রচেষ্টা গোলে ঢোকে। সেই হেডটা করেছিলেন মার্কোস লিওনার্দো। 

দুরন্ত কাউন্টার অ্যাটাকে দলকে এগিয়ে দেন ম্যালকম। সিটির কর্নার থেকে বল কেড়ে এডেরসনকেও বোকা বানিয়ে নিজের পুরনো দলকেই পিছিয়ে দেন তিনি। তবে হালান্ডের গোলে সমতা ফেরায় সিটি। কর্নার থেকে গোল করেন তিনি। ৯০ মিনিট অবধি ম্যাচের ফল ২-২।ফলে খেলা গড়ায় এক্সট্রা টাইমে। 

৯৪ মিনিটেই ফের এগিয়ে যায় আল হিলাল। কালিডো কোলিবালি কর্নার থেকে গোল করেন। এরপরেই ফিল ফোডেনকে মাঠে নামাতে বাধ্য হন পেপ গুয়ার্দেওলা। এসেই গোলও পেয়ে যান ইংরেজ তারকা। তবে তাতেও দলের হার রুখতে পারেননি ডিফেন্সের ব্যর্থতায়। চেরকির উঁচু করে বাড়িয়ে দেওয়া পাস ধরেই গোলে ঢুকিয়ে দেন ফোডেন। সিটি সমতা ফেরালেও, পাল্টা আঘাত হানতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল।

মিলিনকোভিচ স্যাভিকের প্রথম শট দারুণভাবে বাঁচান এডেরসন। কিন্তু শিকারির মতো ওত পেতে থাকা লিওনার্দো ছিটকে আসা বলে গোল করে যান। এটা এই ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। আর সেখান থেকেই জয় পায় সৌদির ক্লাব আল হিলাল।      

Advertisement

POST A COMMENT
Advertisement