ISL Final 2025: দাম মাত্র ১৫০ টাকা, মোহনবাগান vs বেঙ্গালুরু ফাইনালের টিকিট বিক্রি শুরু; কোথায়-কীভাবে কাটবেন ?

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪–২৫ এর ফাইনালে শনিবার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও বেঙ্গালুরু এফসি। এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খেতাবি লড়াইয়ের আর মাত্র তিন দিন বাকি। এই ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র, যা হবে ২০২২–২৩ আইএসএল ফাইনালের পুনরাবৃত্তি।

Advertisement
মোহনবাগান vs বেঙ্গালুরু ফাইনালের টিকিট বিক্রি শুরু; কোথায়-কীভাবে কাটবেন ?মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪–২৫ এর ফাইনালে শনিবার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও বেঙ্গালুরু এফসি। এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খেতাবি লড়াইয়ের আর মাত্র তিন দিন বাকি। এই ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র, যা হবে ২০২২–২৩ আইএসএল ফাইনালের পুনরাবৃত্তি।

সবুজ-মেরুন বাহিনী এবার আইএসএল ডাবল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। গতবার অল্পের জন্য তা হাতছাড়া হয়েছিল তাদের। অন্যদিকে, নীল-বাহিনী তাদের গোয়া ফাইনালের হতাশাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে চায় এই ম্যাচে। উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন ভক্তরা নিশ্চয়ই ফাইনালের জন্য টিকিট সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ার জন্য তৈরি।

টিকিট কোথায় পাওয়া যাবে?

এই বহু প্রতীক্ষিত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আজ, বুধবার, বিকেল ৪টা থেকে, শুধুমাত্র অনলাইনে BookMyShow-এর মাধ্যমে। ভক্তরা টিকিট বুক করতে পারবেন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে।

ম্যাচ কখন?

আইএসএল ২০২৪–২৫ ফাইনাল শুরু হবে ১২ এপ্রিল, সন্ধ্যা ৭:৩০ মিনিটে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

টিকিটের দাম কত?

আপাতত, ১৫০ ও ২০০ টাকার টিকিট কাটা যাচ্ছে বুক মাই শো থেকে। পরের দিকে টিকিট আরও পাওয়া যাবে। সে সব টিকিটের দাম বাড়তে পারে।  

টিকিট কীভাবে রিডিম করবেন?

স্টেডিয়ামে প্রবেশের জন্য সমস্ত দর্শককে অনলাইনে কেনা টিকিটের বিনিময়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট রিডিম করার জন্য দুটি স্থান নির্ধারিত হয়েছে। প্রথম স্থানটি হল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নং ৪। এখানে টিকিট সংগ্রহ করা যাবে ১০ ও ১১ এপ্রিল। ঠিকানা: জেবি ব্লক, সেক্টর-৩, সল্টলেক, কলকাতা – মণিপাল হাসপাতাল ব্রডওয়ের বিপরীতে। এই স্থানটির ম্যাপ গুগল ম্যাপে দেখা যাবে।

যারা ১০ ও ১১ এপ্রিল টিকিট সংগ্রহ করতে না পারেন, তাদের জন্য ম্যাচের দিন, ১২ এপ্রিল, বেলেঘাটা মহাদেব ক্লাবে টিকিট রিডিম করার সুযোগ থাকবে। ঠিকানা: সুভাষ সরোবর কমপ্লেক্স, বেলেঘাটা, কলকাতা। তবে, ভিড় এড়াতে আগে থেকে টিকিট সংগ্রহ করাই ভালো।

Advertisement

এই ম্যাচে দর্শক সংখ্যা অনেক হবে বলে আশা করা হচ্ছে। তাই সময়মতো টিকিট বুক করা এবং রিডিম করা জরুরি। মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে এই লড়াই শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগের সংঘর্ষ। মোহনবাগানের ‘মেরিনার্স’রা চাইবে তাদের দল ইতিহাস গড়ুক, আর বেঙ্গালুরু সমর্থকরা চাইবে পুরনো ক্ষত ভুলে নতুন জয়ের উৎসব।

POST A COMMENT
Advertisement