Mohammedan SC Coach: তিন মাসের বেতন পাননি, চুক্তি থাকলেও চেরনিশভের চাকরি কাড়ল মহমেডান

চুক্তি থাকা সত্ত্বেও কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হল আন্দ্রে চেরনিশভকে। এমনটাই অভিযোগ এনেছেন মহমেডান স্পোর্টিংকে আই লিগ থেকে আইএসএল-এর মঞ্চে তোলা কোচ। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন রাশিয়ান কোচ।

Advertisement
তিন মাসের বেতন পাননি, চুক্তি থাকলেও চেরনিশভের চাকরি কাড়ল মহমেডানমহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কোচ।-ফাইল ছবি
হাইলাইটস
  • চুক্তি থাকা সত্ত্বেও কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হল আন্দ্রে চেরনিশভকে।
  • এমনটাই অভিযোগ এনেছেন মহমেডান স্পোর্টিংকে আই লিগ থেকে আইএসএল-এর মঞ্চে তোলা কোচ।

চুক্তি থাকা সত্ত্বেও কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হল আন্দ্রে চেরনিশভকে। এমনটাই অভিযোগ এনেছেন মহমেডান স্পোর্টিংকে আই লিগ থেকে আইএসএল-এর মঞ্চে তোলা কোচ। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন রাশিয়ান কোচ। প্লেয়ারদের বেতন না পাওয়া, খারাপ পারফরম্যান্স লেগেই ছিল। এ বার সেই খারাপ সময়টা আরও লম্বা হলো বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মেহেরাজউদ্দিন ওয়াডু।

আন্দ্রে চেরনিশভের কোচিং-এ মহমেডান গত আই লিগ জেতে। ফলে তাঁর হাত ধরেই আইএসএলে নামে সাদা কালো শিবির। আইএসএলে তাঁর সঙ্গে দুই মরশুমের জন্য চুক্তি করা হয়। মহমেডান আইলিগ জিতলেও আইএসএলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি। ফলে একের পর এক ম্যাচ হারতে হয়। এর পর আসে স্পনসরদের সঙ্গে ক্লাবের সমস্যা। প্লেয়ারদের বেতন না দেওয়ায় প্রায় প্রতিদিন প্লেয়াররা বিদ্রোহ করছিলেন। অনুশীলন না করা, সংবাদমাধ্যমে মুখ খোলার মতো ঘটনা ঘটে। প্লেয়াররা প্রকাশ্যে মুখ খুললেও চুপ ছিলেন কোচ চেরনিশভ। 

কিছুদিন আগে আন্দ্রে চেরনিশভ ফিফায় নালিশ করেন। তাঁর ২ মাসের বেতন বাকি আছে বলে তিনি ফিফায় জানান। অভিযোগ পাওয়ার পর ফিফা মহামেডানকে ১৫ দিন সময় দেয় বেতন মিটিয়ে দেওয়া জন্য। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও বেতন পাননি মহমেডান কোচ। এর পরেই মহমেডান সিদ্ধান্ত নেয় চেরনিশভের সঙ্গে বিচ্ছেদের। চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই মহমেডান শিবিরে গুঞ্জন ছিল চেরনিশভের সম্ভাব্য বিদায় নিয়ে।

এই চুক্তি বাতিলের ফলে মহামেডানকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ চেরনিশভের সঙ্গে আগামী মরসুম পর্যন্ত চুক্তি রয়েছে মহমেডানের। ফলে চুক্তি শেষের আগে তাঁকে ছেড়ে দেওয়ায় এ বার ক্ষতিপূরণ দিতে হবে মহমেডানকে। এখন ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে দু’পক্ষ আলোচনা চালাচ্ছে।

চেরনিশভের বিদায়ে মহামেডানের নতুন কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহেরাজউদ্দিন ওয়াডু। তিনি অতীতে মহমেডানের কোচ ছিলেন। গত কলকাতা লিগ মহমেডান জেতে মেহেরাজের অধীনেই। এর পর মেহেরাজকে সরিয়ে মহমেডান চেরনিশভকে কোচ করে আনে। কিছুদিন আগে ফের প্রত্যাবর্তন হয় মেহেরাজের। তাঁকে চেরনিশভের সহকারি করে আনা হয়। যেহেতু মেহেরাজের কাছে প্রো লাইসেন্স আছে। তাই চেরনিশভের জায়গায় তাঁকেই কোচ করবে মহমেডান।

Advertisement

 

POST A COMMENT
Advertisement