Sahil Harijan: 'সুনীলের জায়গা নেবে...' ভারতীয় দলে ডেবিউর আগে সাহিলকে নিয়ে উচ্ছ্বসিত নবাব

ভারতীয় দলের হয়ে অভিষেক করতে পারেন বাংলার সাহিল হরিজন। আজ ইরাকের বিরুদ্ধে কুয়ালালামপুরে প্রস্তুতি ম্যাচে নামবে ভারতের অনুর্দ্ধ-২৩ দল। সেই দলে ডাক পেয়েছেন সাহিল। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার ছেলে সাহিল, নওশাদ মুসার দলের অন্যতম স্ট্রাইকার। ভারতীয় সময় সাড়ে চারটের সময় খেলা শুরু হলেও, এই ম্যাচের কোনও সম্প্রচার হবে না।

Advertisement
'সুনীলের জায়গা নেবে...' ভারতীয় দলে ডেবিউর আগে সাহিলকে নিয়ে উচ্ছ্বসিত নবাবসাহিল হরিজন

ভারতীয় দলের হয়ে অভিষেক করতে পারেন বাংলার সাহিল হরিজন। আজ ইরাকের বিরুদ্ধে কুয়ালালামপুরে প্রস্তুতি ম্যাচে নামবে ভারতের অনুর্দ্ধ-২৩ দল। সেই দলে ডাক পেয়েছেন সাহিল। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার ছেলে সাহিল, নওশাদ মুসার দলের অন্যতম স্ট্রাইকার। ভারতীয় সময় সাড়ে চারটের সময় খেলা শুরু হলেও, এই ম্যাচের কোনও সম্প্রচার হবে না। 

সাহিল কলকাতা লিগে দারুণ পারফর্ম করেছেন পাঠচক্রের স্ট্রাইকার। দারুণ কিছু গোল করে নজরে এসেছিলেন। এর আগে উত্তর ২৪ পরগনা বনাম ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচেও দারুণ ফুটবল খেলেন বাঙালি এই স্ট্রাইকার। সেই থেকেই নজরে ছিলেন তিনি। সাহিলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে মামনি পাঠচক্র ক্লাবের কর্তা নবাব ভট্টাচার্য বলেন, ' সাহিল আরএফডিএল ট্রায়াল দিতে আমাদের ক্লাবে আসে। এক দুই দিনের মাথাতেই মনে হয়েছিল, এই ছেলেটার হবে। যেখানে গোল করার ছেলে নেই, সেখানে ও গোল করছে। আমার তো মনে হয় এর আগে ভারতীয় দল যে টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। সেখানেই ওর সুযোগ পাওয়া উচিত ছিল।' 

এরপর তিনি আরও বলেন, 'সাহিলের খেলার ইচ্ছেটাই আমার খুব ভাল লাগে। আমি এখন একটাই স্বপ্ন দেখি, সাহিল একদিন সুনীল ছেত্রীর জায়গা নেবে।'  

https://www.facebook.com/reel/2508188886204378   

কী বললেন নওশাদ মুসা?

ম্যাচের আগে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নওশাদ মুসা বলেন, 'ইরাক শারীরিক ও টেকনিক্যাল উভয় দিক থেকেই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমাদের কাছে এটা কেবল প্রতিপক্ষের ব্যাপার নয়, নিজস্ব পারফরম্যান্সের ব্যাপারও। আমরা যদি ২০ দিনে শৃঙ্খলা, ঐক্য এবং লড়াইয়ের মনোভাব নিয়ে খেলি, তাহলে আমি নিশ্চিত যে ছেলেরা চ্যালেঞ্জের সামনে ফেলে দেবে। এই ধরণের ম্যাচগুলি খেলোয়াড়দের আরও শক্তিশালী করে তোলে।'

 

ইরাকের মুখোমুখি হওয়া তাৎক্ষণিক উদ্বেগের বিষয় হলেও, ব্লু কোল্টসদের নজর থাকবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির দিকে, যেখানে তারা গ্রুপ এইচ-এ বাহরাইন (৩ সেপ্টেম্বর), আয়োজক কাতার (৬ সেপ্টেম্বর) এবং ব্রুনাই দারুসসালাম (৯ সেপ্টেম্বর) এর মুখোমুখি হবে। 

Advertisement

মুসা আরও বলেন, 'ইরাকের মতো দলের বিরুদ্ধে খেললে বাছাইপর্বের আগে আমাদের ছেলেদের সামনে সঠিক ধরণের চ্যালেঞ্জ আসবে। এটা কেবল ফলাফলের বিষয় নয়, বরং আত্মবিশ্বাস তৈরি করা, চাপের পরিস্থিতিতে নিজেদের পরীক্ষা করা। AFC U23 এশিয়ান কাপ বাছাইপর্বে আমাদের যে শক্তিশালি প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তা কীভাবে মোকাবেলা করতে হবে তা শেখার বিষয়।'

POST A COMMENT
Advertisement