মরসুম শুরু হওয়ার আগেই মাঠের বাইরের লড়াইয়ে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল (East Bengal)। মেহতাব সিং-কে (Mehetab Singh) নিয়েও লড়াইয়ের কথা শোনা গিয়েছিল। আর এবার শোনা যাচ্ছে মোহনবাগানের টার্গেট রাহুল ভেকে (Rahul Veke)। দুই দলই তাদের ডিফেন্স শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে। তবে রাহুলের ক্ষেত্রে এখনও অবধি কোনও অফার সবুজ-মেরুনের পক্ষ থেকে করা হয়নি বলেই জানা যাচ্ছে।
বৃহস্পতিবার থেকে শোনা যাচ্ছিল, রাহুল ভেকেকে দলে সই করাতে ঝাঁপিয়ে পড়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল আগেই তাঁকে প্রস্তাব দিয়েছিল। তবে তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে বেঙ্গালুরু এফসি-র। ফলে এখনই তাঁকে নেওয়া যাবে কিনা সেটা নিয়ে চাপে রয়েছে ইস্টবেঙ্গল। কারণ ট্রান্সফার ফি অনেক টাকা বেশি চাইছে বেঙ্গালুরু। সেই পরিমাণ টাকা ইস্টবেঙ্গল দিতে রাজি হবে কিনা সেটাই এখন দেখার।
তবে ইস্টবেঙ্গলের রাহুল ভেকেকে দরকার। ডিফেন্স শক্তিশালী করার ক্ষেত্রে রাহুল বড় ভূমিকা নিতে পারেন। অভিজ্ঞ ফুটবলারকে ৩ বছরের চুক্তি অফার করেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই মেহতাব সিং ঝুঁকে রয়েছেন মোহনবাগানের দিকে। মুম্বই সিটি এফসি-র সঙ্গে এক বছরের চুক্তি থাকলেও, ট্রান্সফার ফি দিয়ে মেহেতাবকে দলে নিতে পারে সবুজ-মেরুন এমনটাই সূত্রের খবর।
ডিফেন্সে এক বিদেশি রেখে এবং বাকি জায়গায় ভারতীয় ফুটবলারদের নিয়েই যে দল সাজাতে চাইছেন অস্কার তা কিছুটা হলেও পরিষ্কার। তবে এক্ষেত্রেও একটা কিন্তু রয়েছে। বেঙ্গালুরু সূত্র মারফত জানা যাচ্ছে, তারা কেরালা ব্লাস্টার্স থেকে হরমিপমকে নেওয়ার আগ্রহ দেখিয়েছো তাঁকে পেলে তবেই সম্ভবত ভেকেকে ছাড়বে বেঙ্গালুরু। অন্যদিকে মেহতাব সিং নিয়ে আগ্রহ দেখিয়েছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে মেহতাবের ট্রান্সফার ফি অনেকটাই বেশি হওয়ায় সরে এসেছে ইস্টবেঙ্গল। তবে তাঁর সঙ্গে মোহনবাগানের কথা অনেকটাই এগিয়েছে। মুম্বই যদি মেহতাবকে ছাড়তে রাজি হয়, সেক্ষেত্রে তাঁর মোহনবাগানে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।