Advertisement

Siliguri-East Bengal: শিলিগুড়িতে উদ্বোধন ইস্টবেঙ্গল রোড, রাস্তা পুরো লাল-হলুদ

কলকাতার পর শিলিগুড়িতে প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার নামকরণ করা হল। শিলিগুড়ি পুর নিগমের আয়োজনে ও শিলিগুড়ি ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাবের সহযোগিতায় এই রাস্তাটির নাম করণ হয়। রবিবার জাঁকজমকের সঙ্গে "ইস্টবেঙ্গল রোডের" উদ্বোধন হল। এই রাস্তার উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ ইস্টবেঙ্গল ক্লাবের অন্যান্য বিশিষ্ট সদস্য। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে যাওয়া BSNL অফিস পর্যন্ত রাস্তাটি লাল-হলুদ পতাকায় সাজিয়ে তোলা হয় এবং ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস তুলে ধরা হয়। পাশাপাশি লাল হলুদের ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গলের ক্লাবের সদস্যদের নিয়ে দুপুরে একটি শোভাযাত্রাও হয়। যা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী সংগীত এবং পরবর্তীতে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার ও শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর এবং মেয়র পারিষদের সংবর্ধনা জানানো হয়। এদিন ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, অতনু ভট্টাচার্য, বিকাশ পাঁজি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলক মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু রায় সুমিত মুখোপাধ্যায় ও মনোরঞ্জন ভট্টাচার্য দের মত প্রাক্তন তারকা ফুটবলার এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতায় এখন দলবদলের মরসুম চলছে। ISLএর জন্য নতুন কোচ নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। তবে সাফল্যের নিরিখে মোহনবাগানের থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তাই উত্তরবঙ্গের এই রাস্তা ইস্টবেঙ্গলকে সাফল্যের রাস্তায় ফিরিয়ে আনতে পারে কিনা সেটাই দেখার।

Football: east Bengal road is named in Siliguri west Bengal.

TAGS:
    Advertisement